কলকাতার দুর্গাপুজো কার্নিভালে (Durga Puja Carnival) আজ বৃষ্টি ভিলেন হবে কি? কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া? আপডেট দিলেন আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather department) আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত (Somnath Dutta)। শরতের ঝলমলে আকাশের মাঝে দক্ষিণবঙ্গে মঙ্গলবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। পাকাপাকিভাবে বর্ষা বিদায় নিলেও স্থানীয় মেঘের কারণে কলকাতা-সহ শহরতলির বিভিন্ন জেলা, দুপুরের পর থেকে ভিজতে পারে বলে আশঙ্কা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর বলছে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে জলীয় বাষ্প ঢুকে স্থানীয় ভাবে বৃষ্টির সম্ভাবনা বাড়াবে।কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই জেলাগুলি থেকে বিক্ষিপ্ত ভাবে খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। শেষ খবর পাওয়া অনুযায়ী দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে দুটি পৃথক নিম্নচাপ তৈরি হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তও রয়েছে। কলকাতায় আজ দুর্গাপুজো কার্নিভাল (Durga Puja Carnival) রয়েছে। দুপুরের পর থেকে আবহাওয়ার বদল হবে, মঙ্গলবার বিকেল বা সন্ধের থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্র-শনিবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন হাওয়া অফিসের কর্তারা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে।
