Wednesday, November 12, 2025

কোণঠাসা! শুভেন্দুর ডাকা মিছিলে নেই বিজেপির শীর্ষ নেতৃত্ব

Date:

Share post:

প্রথম থেকেই জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে হাইজ্যাক করার তালে রয়েছে বিজেপি। তাঁদের ধর্না কর্মসূচিতে গিয়ে গো ব্যাক শুনে ফিরতে হয়েছে একাধিক গেরুয়া নেতৃত্বকে। এবার পতাকা ছাড়া মিছিলের ডাক দিয়ে পয়েন্ট বাড়াতে চেয়েছিলেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু কর্মী-সমর্থক তো দূর, তাঁর ডাকা মিছিলে এলেন না বিজেপিরই শীর্ষ নেতৃত্ব।

রেড রোডের পুজো কার্নিভাল বয়কটের ডাক দিয়ে শুভেন্দু পতাকা ছাড়া মিছিলে ডাকেন। কিন্তু মঙ্গলবারের সেই কর্মসূচিতে কার্যত অনুপস্থিত বিজেপির শীর্ষ নেতারা। গেরুয়াপন্থী বিশিষ্ঠজনেদেরও সেরকম কাউকে দেখা যায়নি। একমাত্র ছিলেন দলের সাংস্কৃতিক শাখার আহ্বায়ক অভিনেতা রুদ্রনীল ঘোষ। আর ছিলেন শুভেন্দুর ঘনিষ্ঠ প্রাক্তন সাংসদ অর্জুন সিং, প্রাক্তন বিধায়ক তাপস রায়, উত্তর কলকাতা জেলা বিজেপির সভাপতি তমোঘ্ন ঘোষ। কিন্তু প্রথমসারির কোনও নেতা বা দলের সাংসদরা ছিলেন না।

বিজেপির পতাকা ছাড়া নাগরিক সমাজকে নিয়ে মিছিলের ডাক দিয়েছিলেন বিরোধী দলনেতা। বিজেপির রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার রাষ্ট্রপতির সঙ্গে উত্তর আফ্রিকা সফরে রয়েছেন। কিন্তু মিছিলে দিলীপ ঘোষ, রাহুল সিনহাদেরও দেখা যায়নি। ফলে দলের মধ্যেই প্রশ্ন উঠেছে, পতাকা ছাড়া কলেজ স্কোয়ার থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত শুভেন্দুর ডাকে এই মিছিলে রাজ‌্য বিজেপি কার্যত সাড়াই দিল না। মুখ রাখতে দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া থেকে কয়েকটি জায়গা থেকে লোক জড়ো করা হয়।

মিছিল শেষে শুভেন্দুর বক্তব‌্য, ‘‘মাকু—সেকুরা পারবে না। ওরা তৃণমূলের বি টিম। মাকু—সেকুরা ভোট কেটেছে বলেই অর্জুন সিং, তাপস রায়কে হারতে হয়েছে।’’ কিন্তু তার এই বক্তব্যের সমর্থন করতে নিজের দলের নেতৃত্বকেই পাশে পাচ্ছেন না বিরোধী দলনেতা।

আরও পড়ুন- রাজ্যজুড়ে বিজয়া সম্মিলনী পালন করবে তৃণমূল, ঘোষণা কুণালের

 

 

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...