Friday, August 22, 2025

দিনে খরচ ৮ কোটি! জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে চাপ বাড়ছে স্বাস্থ্যসাথী প্রকল্পে

Date:

Share post:

আর জি কর কাণ্ডে (R G Kar Medical College and Hospital Kolkata) বিচার চেয়ে লাগাতার কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। এর ফলে চিকিৎসা পরিষেবা বিঘ্নিত হওয়ার পাশাপাশি খরচ বাড়ছে রাজ্য সরকারের ‘স্বাস্থ্যসাথী’ প্রকল্পেও। সেই পরিসংখ্যান চমকপ্রদক। ৯আগাস্ট আর জি করে তরুণী চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের পর থেকে রাজ্যের সরকারি হাসপাতালে অনিয়মিত পরিষেবা। ফলে বেসরকারি হাসপাতালে গিয়েছেন অনেক রোগী। ফলে বেড়েছে খবর। নবান্ন (Nabanna) সূত্রে খবর, ১০ অগাস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে খরচ হয়েছে প্রায় ৩১৫ কোটি টাকা। রিপোর্টে স্পষ্ট, এই পরিসংখ্যান সাধারণ সময়ের তুলনায় প্রতিদিন গড়ে ১ কোটি ১৩ লক্ষ টাকা করে বেশি খরচ হয়েছে রাজ্যের।

জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে প্রভাব পড়েছে রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজগুলিতে (Government Medical College), কমছে আউটডোর পরিষেবা ও রোগীর ভর্তির পরিমাণও। রাজ্যের সরকারি হাসপাতালে আউটডোর পরিষেবা ও গুরুত্বপূর্ণ অস্ত্রোপচার কমেছে ৫০ শতাংশ। যা বেশ উদ্বেগজনক তথ্য। আর তার ফলে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে বেড়েছে স্বাস্থ্যসাথীর খরচও (Swasthya Sathi Scheme)। ১০ অগাস্ট থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত গড়ে প্রতিদিন ৭ কোটি ৮৬ লক্ষ টাকা স্বাস্থ্যসাথী খাতে খরচ করেছে রাজ্য।

নবান্ন সূত্রের খবর, রিপোর্টে (Report) স্বাস্থ্য দফতর জানিয়েছে, প্রায় মাস দুয়েক জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি চলছে। এই আন্দোলনে পাশে দাঁড়িয়েছেন সিনিয়র ডাক্তাররাও। যার প্রভাব পড়ছে হাসপাতালের চিকিৎসা পরিষেবায়। শুধু আর জি কর হাসপাতালেই নয়, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজগুলিতেও একই চিত্র লক্ষ্য করা গিয়েছে। ইতিমধ্যেই এই তথ্য রাজ্য স্বাস্থ্য দফতর নবান্নে জমা দিয়েছে বলেই সূত্রের খবর। রিপোর্টে পরিসংখ্যান অনুসারে স্বাস্থ্যসাথী খাতে সবথেকে বেশি খরচ হয়েছে কলকাতার বেসরকারি হাসপাতালগুলি (Private Hospital) থেকেই। আর স্বভাবতই এই পরিসংখ্যান চিন্তা বাড়িয়েছে প্রশাসনিক ও স্বাস্থ্য দফতরের কর্তাদের মধ্যে।

আরও পড়ুন- অসম চুক্তিকে মান্যতা! নাগরিকত্ব আইনের ৬এ -র সাংবিধানিক বৈধতা বহাল সুপ্রিম কোর্টে


 

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...