Monday, November 10, 2025

ধর্ষিতার সন্তানের বাবা হতে রাজি, বিশেষ শর্তে এলাহাবাদ হাইকোর্টে জামিন মঞ্জুর অভিযুক্তের

Date:

Share post:

যোগী রাজ্যে নারীদের বিরুদ্ধে অপরাধে কোনও বিরাম নেই। রোজ বাড়ছে পকসো মামলাও (POCSO Act)। এই আবহে উল্লেখযোগ্য রায় দিল এলহাবাদ হাইকোর্ট। সেখানে ধর্ষিতা কিশোরীকে অভিযুক্ত ধর্ষক বিয়ে করবে ও তার সদ্যোজাত সন্তানের দায়িত্ব নেবে, এই শর্তে পকসো মামলায় ধৃতকে জামিন দিল এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) সিঙ্গল বেঞ্চ। ধর্ষণে অভিযুক্তকেই ‘বাবা’ (Father) হয়ে উঠতে হবে ধর্ষণের কারণে জন্ম নেওয়া শিশুর,  এই শর্তেই জামিন মিলল অভিযুক্ত যুবকের।

তরুণীকে ধর্ষণের মামলায় পকসো আইনে মামলা রুজু হয়েছিল অভিযুক্ত যুবকের বিরুদ্ধে। তরুণীর পরিবার দাবি করে, তাদের মেয়ে নাবালিকা। যদিও  অন্যদিকে অভিযুক্তের আইনজীবী দাবি করেন, নির্যাতিতার বয়স আঠারো বছরের বেশি। অন্যদিকে ধর্ষণের অভিযোগও মানা হয়নি, বরং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের ঘটনা বলে দাবি অভিযুক্তের আইনজীবীর। যাবতীয় বিষয়ে আদালতকে তথ্যপ্রমাণ দেন অভিযুক্তের আইনজীবী (Lawyer)। পাশাপাশি জামিনের দাবি করে বলা হয়, অভিযুক্ত নির্যাতিতাকে বিয়ে করতে রাজি আছেন, সদ্যোজাতের দায়িত্ব নিতেও প্রস্তুত।

এই বিষয়ে দুই পক্ষের বক্তব্য শোনার পর আদালত সমস্ত তথ্য প্রমাণ খতিয়ে দেখে। গত ১০ সেপ্টেম্বর আদালত তার পর্যবেক্ষণ ও সিদ্ধান্ত ঘোষণা করে। এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি কৃষ্ণন পহল নির্দেশ দেন, প্রথমত, তিন মাসের মধ্যে নির্যাতিতাকে বিয়ে করবেন অভিযুক্ত। দ্বিতীয়ত, সদ্যোজাতের (Newborn) দায়িত্বও তাকেই নিতে হবে। পাশাপাশি জামিনে মুক্ত অভিযুক্তকে ছয় মাসের মধ্যে সদ্যোজাতের নামে ব্যাঙ্কে দু’লাখ টাকার একটি স্থায়ী আমানত খুলতে হবে। শেষ পর্যন্ত এই শর্তেই জামিনে মুক্ত হন ধর্ষণে অভিযুক্ত।









spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...