Thursday, August 21, 2025

আমরা নেতা সাজবো না: বার্তা অনুব্রতর, মমতা-অভিষেকের ভূয়সী প্রশংসা

Date:

Share post:

“আমরা নেতা সাজবো না। আমরা দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যাব।” বৃহস্পতিবার থেকে তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে এই বার্তা দিলেন বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এদিন বীরভূমের মুরারই বিধানসভার এক এবং দুই নম্বর ব্লকে বিপুল তৃণমূল (TMC) কর্মী সমর্থকদের সঙ্গে বিজয় সম্মিলনীর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুব্রত। অনুষ্ঠান শেষে কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, “তৃণমূলে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নেত্রী, বাকি আমরা সবাই কর্মী। এখানে কোনও রকম হানাহানি, দলাদলি, হিংসা, অশান্তি কিচ্ছু করার দরকার নেই। কেবলমাত্র দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো মানুষের জন্য কাজ করে যেতে হবে আমাদের।“

তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। বিভিন্ন সময় বিভিন্ন নিদান দিয়ে বিতর্ক জড়িয়েছেন তিনি। বিরোধীদের তাঁর বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। গরুপাচার মামলায় দেড় বছর জেলবন্দি ছিলেন তিনি। সম্প্রতি ছাড়া পেয়ে ফেরেন বীরভূমে (Birbhum)। পুজোর আগে ফিরলেও জানিয়েছিলেন পুজোর পরেই রাজনৈতিক কর্মসূচি শুরু করবেন। সেই মতোই এদিন দলীয় বিজয়া সম্মিলনীতে যোগ দেন। তবে, এদিন মন্তব্যে কোনও ঝাঁঝ তো ছিলই না, উল্টে একেবারেই আবেদনের মতো করে দলীয় কর্মীদের বার্তা দেন তাঁদের ‘কেষ্টদা’। বলেন, “যেখানেই মানুষ বিপদে পড়বে সেখানেই আমাদেরকে দৌড়ে যেতে হবে। আমরা নেতা সাজবো না। আমরা দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে যাব মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) নির্দেশ মতো। দলের কোনও নেতার জন্য কোথাও কোনও ঝামেলা করতে হবে না। সমস্যা হলে স্থানীয় নেতৃত্বকে জানাবেন, স্থানীয় নেতৃত্ব আমাদেরকে জানাবে, আমরা সেই সমস্যার সমাধান করব। কিন্তু কোন রকমের অশান্তি যাতে এলাকায় না হয় সেটা যত্ন সহকারে দেখার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের সৈনিকদের। আমরা সকলে মিলে একসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দলের একনিষ্ঠ কর্মী হিসাবে বিরোধীদের বিরুদ্ধে লড়াই করব। সমস্যা নিয়ে নিজের এলাকার বিধায়ক, অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি প্রত্যেককে জানাবেন। না হলে বোলপুরে দলীয় কার্যালয়ে আমি থাকবো সেখানেও আসতে পারেন সমস্যা নিয়ে। নিশ্চিত থাকুন আপনাদের যেকোনো বিপদ যেকোনো সমস্যার পাশে আমরা কর্মী হয়ে সর্বদা থাকব। এটাই আমরা আমাদের দলনেত্রীর কাছ থেকে শিখেছি।“

অনুব্রতর মতে, “মা-বোনেরা মমতা ব্যানার্জিকে দুহাত ভরে আশীর্বাদ করে। মা-বোনেদের যাতে কোন রকম সমস্যা না হয় সেটাও আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে। মমতা ব্যানার্জি মহিলাদের জন্য একাধিক সুরক্ষিত প্রকল্প শুরু করেছে। সেইসব প্রকল্পের দ্বারা মা বোনেরা উপকৃত হচ্ছে। অভিষেক ব্যানার্জি খুব ভালো বক্তা। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার রয়েছে। রাজনৈতিক বক্তব্য এত সুন্দর করে গুছিয়ে তিনি বলেন, যেটা আমাদের অত্যন্ত কাজে লাগে।“

পাশাপাশি এদিনের মঞ্চ থেকে তিনি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ উপস্থিত আছেন কি না সে বিষয়ে খোঁজ নেন। দলীয় কর্মীদের কাছে জানতে পারেন সভাধিপতি কিছু কাজে বাইরে রয়েছেন। অনুব্রত বলেন, “আজ হয়তো তিনি কোনও কাজে উপস্থিত থাকতে পারেননি। তবে পরবর্তী বিজয়া সম্মেলন অনুষ্ঠানগুলিতে কাজল শেখ নিশ্চয়ই উপস্থিত থাকবেন। আমরা বীরভূম জেলা তৃণমূল কর্মীরা একসঙ্গে সকলকে নিয়ে আগামী দিনে বিরোধীদের বিরুদ্ধে জোরদার লড়াই করব এবং গত লোকসভা নির্বাচনে যতটা ব্যবধানে আমাদের প্রার্থীরা জয়ী হয়েছিল আমাদের লক্ষ্য রাখতে হবে পরবর্তী নির্বাচনগুলিতে যাতে আমরা আরও বেশি ব্যবধানে জয়ী হতে পারি।“







spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...