Saturday, January 10, 2026

শনিবার বড় ম্যাচ, লাল-হলুদে বৈঠক, ফুরফুরে মেজাজে সবুজ-মেরুন , রইল ইস্ট-মোহনের আপডেট

Date:

Share post:

হাতে আর মাত্র একদিন। তারপর বড় ম্যাচ। আইএসএল-এ ১৯ অক্টোবর মুখোমুখি ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। এখনও পর্যন্ত আইএসএল-এ একটাও ম্যাচ জেতেনি লাল-হলুদ ব্রিগেড। ডার্বি জয় দিয়েই ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল।

এদিকে ডার্বির আগে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ইস্টবেঙ্গল টিমকে উদ্বুদ্ধ করার দায়িত্ব নিলেন ক্লাব ও ইনভেস্টর কর্তারা। আইএসএলের শুরুতেই টানা চার ম্যাচ হেরে কোণঠাসা ইস্টবেঙ্গল। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে ফুটবলারদের সঙ্গে বৈঠক করে তাঁদের উজ্জীবিত করলেন কর্তারা। নতুন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোর উপর ভরসা রাখছে ক্লাব ম্যানেজমেন্ট। স্বস্তির খবর, বৃহস্পতিবার ভিসা হাতে পেয়েছেন অস্কার। সব ঠিকঠাক থাকলে শুক্রবার রাতেই শহরে চলে আসতে পারেন তিনি। স্প্যানিশ কোচকে শনিবারের ডার্বিতে ডাগ আউটে বসানোর চেষ্টা করছে লাল-হলুদ ম্যানেজমেন্ট।

বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ক্লাবেই মিটিংয়ে বসেছিলেন ইস্টবেঙ্গল ও ইমামি কর্তারা। সেখানে ফুটবলার, কোচ, সাপোর্ট স্টাফ সবাই উপস্থিত ছিলেন। ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন, ‘‘আমরা ফুটবলারদের উজ্জীবিত করার জন্যই সবাই মিলিত হয়েছিলাম। আশা করি ডার্বি জিতেই আমরা ঘুরে দাঁড়াব।’’ চলতি মরশুমে একেবারেই দলকে ভরসা দিতে পারছেন না ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা। তবে ডার্বি থেকেই সাফল্যের সরণিতে ফেরার ব্যাপারে আশাবাদী ক্লেটন। বললেন, ‘‘চাপ নেই। আমরা সবসময় এই ম্যাচের জন্য অপেক্ষা করে থাকি। ৬০ হাজার দর্শকের সামনে ডার্বি খেলতে পারাটা আলাদা মোটিভেশন। ভাল লাগছে যে, টিমের মালিকরা আমাদের অনুপ্রাণিত করেছেন। আশা করি, ডার্বি জিতে পরিস্থিতি বদলে দিতে পারব।’’

নাওরেম মহেশ বৃহস্পতিবার অনুশীলনে যোগ দিয়েছেন। তবে ভারতীয় উইঙ্গার একশো শতাংশ ফিট হয়ে ডার্বি খেলতে পারবেন কি না, নিশ্চিত নয়। দিমিত্রিয়স দিয়ামানতাকোসও পুরো ম্যাচ খেলার মতো ফিট নন।

অন্যদিকে, মোহনবাগান রয়েছে ফুরফুরে মেজাজে। অনুশীলনে বিভিন্ন কম্বিনেশন পরখ করে নিচ্ছেন কোচ জোসে মোলিনা। তৈরি রাখছেন বিকল্পও। এদিন আপুইয়ার জন্মদিন ছিল। সমর্থকদের আনা কেক কেটে মাঠেই জন্মদিন পালন করেন মিজো মিডফিল্ডার।

আরও পড়ুন- কিউইদের বিরুদ্ধে প্রথম ইনিংস শেষ ৪৬ রানে, লজ্জার নজির গড়ে কী বললেন রোহিত ?

spot_img

Related articles

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১০ জানুয়ারি (শনিবার), ২০২৬ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

App-এর ভুলে ১কোটি ৩৬ লক্ষের নাম ‘বাদ’! অভিযোগে AERO পদে অব্যহতির আবেদন

যে পদ্ধতিতে ১ কোটি ৩৬ লক্ষ বাংলার মানুষকে লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আনা হয়েছে সেই পদ্ধতি নিয়েই প্রশ্ন তুলে...

গেরুয়া ফতেয়া, রামমন্দিরের ১৫ কিলোমিটারের মধ্যে আমিষ ডেলিভারি নিষিদ্ধ বিজেপি সরকারের

আমজনতার খাদ্যাভ্যাসে গেরুয়া কোপ, এবার অযোধ্যার রামমন্দির (Ram Mandir) এলাকার চারপাশে শুধু আমিষ খাবারের উপর নিষেধাজ্ঞা জারি করাই...

শীতের রাতে রাস্তায় ক্রীড়াবিদরা, যোগী রাজ্যে বক্সিং চ্যাম্পিয়নশিপে চূড়ান্ত অব্যবস্থা

নজিরবিহীন অব্যবস্থা জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে ( National Boxing Championships)। যোগী রাজ্য উত্তরপ্রদেশের(UP) গ্রেটার নয়ডার (Greater Noida) গৌতম বুদ্ধ...