দশ দফা দাবি নিয়ে জুনিয়র ডাক্তারদের আমরণ ‘অনশন কর্মসূচি’কে সমর্থন জানিয়ে শনিবার সকালে ধর্মতলায় পৌঁছলেন অভিনেত্রী চৈতি ঘোষাল, দেবলীনা দত্ত(Debleena Dutta), বিদিপ্তা চক্রবর্তী(Bidipta Chakraborty), তনিকা বসুরা। সঙ্গে অভিনেতা সৌম্য বন্দ্যোপাধ্যায় (Soumya Banerjee), প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং পরিচালক বিরসা দাশগুপ্তকেও (Birsa Dasgupta) দেখা যায়। সকাল ১১টা থেকে ধর্মতলার অনশন মঞ্চে যোগ দিয়েছেন তাঁরা। আগামী ২৪ ঘণ্টা শুধুমাত্র জল খেয়ে থাকবেন বলে জানিয়েছেন।

জুনিয়র ডাক্তারদের (WBJDF) অনশন কর্মসূচি প্রত্যাহারের জন্য বারবার রাজ্য সরকারের তরফে অনুরোধ এবং আলোচনায় সদিচ্ছা দেখানো হলেও অতি বামপন্থী কিছু সমর্থক এবং সিনিয়র ডাক্তারদের একাংশের উস্কানিতে চিকিৎসকরা স্বাস্থ্য পরিষেবা ব্যাহত করে একের পর এক কর্মসূচির নামে সাধারণ মানুষকে সমস্যায় ফেলছেন। আর জি কর হাসপাতালে চিকিৎসক তরুণীর মৃত্যুর পর থেকেই টলিউডের একাংশ WBJDF- কে সমর্থনের নামে থেকে রাজনীতি করে চলেছেন। যত সময় যাচ্ছে ততই সাধারণ মানুষ এবং সেলিব্রেটিরাও বুঝতে পারছেন যে ডাক্তারদের যে আন্দোলন সেখানে তাঁদের নিজেদের স্বার্থ জড়িয়ে তাই ক্রমশ তাঁরা পিছিয়ে আসতে শুরু করেছেন। লাইমলাইট যাতে হারিয়ে না যায় সেই কারণে টলিউডের কিছু তথাকথিত ‘প্রতিবাদী’ মুখ ( যাঁদের আজকাল সিনেমা বা সিরিয়ালের সেভাবে খুঁজেই পাওয়া যায় না) সকাল থেকে অনশনের প্রতীকী ব্যাজ লাগিয়ে ধর্মতলায় উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি অ্যাকাডেমি চত্বরেও বামপন্থী নাট্য ব্যক্তিত্বদের দ্রোহের সংস্কৃতি নামের এক কর্মসূচি শুরু হয়েছে।
