Tuesday, August 26, 2025

‘ডার্বিতে চাই বাঙালি ফুটবলার’, বড় ম্যাচে গ্যালারিতে সমর্থকদের আবেগের টিফো

Date:

Share post:

ডার্বিতে চাই বাঙালি ফুটবলার। মরশুমের প্রথম ডার্বিতে যুবভারতীর গ্যালারিতে দেখা গেল এমনই এক টিফো। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ছিল আইএসএল-এর প্রথম ম্যাচ। মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট। আর সেই ম্যাচেই গ্যালারিতে দেখা গেল বড়সড় টিফো । যেখানে বার্তা , ডার্বিতে বাঙালি ফুটবলার চাই।

একটা সময় ময়দান কাপিয়েছেন, পিকে বন্দ্যোপাধ্যায়, চূনী গোস্বামী, সুব্রত ভট্টাচার্য, বিদেশ বোস, ভাস্কর গঙ্গোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য, কৃষানু দে, মানস ভট্টাচার্য, গৌতম সরকাররা। দুই প্রধানে খেলেছেন দাপিয়ে। এমনকি, সম্প্রতি, মেহতাব হোসেন, রহিম নবি, দীপঙ্কর রায়, দীপেন্দু বিশ্বাসরা। যেখানেই ডার্বি আগে আবেগে ভাসত ফুটবলাররা। বুঝত ডার্বির গুরুত্ব। সমর্থকদের আবেগে গা ভাসিয়ে দিতেন তাঁরাও। বিদেশিদের সঙ্গে পাল্লা দিয়ে ময়দান কাঁপাতেন এই বাঙালি ফুটবলাররা। কিন্তু গত কয়েক মরশুমে আর দুই প্রধানের ছবি পাল্টেছে। বাংলি ফুটবলারের সংখ্যা কমে, জায়গা করে নিচ্ছে ভিনরাজ্যের ছেলেরা। দুই প্রধানে বাঙালির সংখ্যা এখন হাতেগোণা। চলতি মরশুমে লাল-হলুদে যেমন রয়েছেন সৌভিক চক্রবর্তী, প্রভাত লাকরা। সঙ্গে রিজার্ভ দলে রয়েছেন গোলকিপার দেবজিৎ মজুমদার, সায়ন বন্দ্যোপাধ্যায়। অপরদিকে মোহনবাগানে রয়েছেন শুভাশিস বসু। রয়েছেন দীপেন্দু বিশ্বাস। যদিও তিনি রিজার্ভ দলে। আর এই ছবি যেন বার বার চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে ডার্বিতে কমছে বাঙালি ফুটবলারের সংখ্যা। যে বড় ম্যাচে এক সময় বাংলার ফুটবলারদের দাপট দেখা যেত, সেই ম্যাচ কার্যত বাঙালি শূন্য হতে বসেছে। আর সেই কারণেই গ্যালারিতে পুরনো ছবি ফেরানোর দাবি উঠল। এদিন ম্যাচ শুরুর আগে ইস্টবেঙ্গল গ্যালারি থেকে ঝোলানো হল বিশাল টিফো। টিফোতে লেখা, ‘গ্যালারি আজ বলছে ভাই, ডার্বিতে বাঙালি ফুটবলার চাই।‘

একই কথা শোনা গেল ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের গলাতেও। ম্যাচ শেষে তিনি বলেন, “ আমাদের সময় প্রচুর বাঙালি ফুটবলার ছিল। যার জন্য ডার্বিতে লড়াই ছিল। আজ আর লড়াই দেখতে পেলাম না। ডার্বিতে আবেগ দেখতে চাইলে বাঙলি ফুটবলার দরকার।“

আরও পড়ুন- আইএসএল-এ ডার্বির রং সবুজ-মেরুন, লাল-হলুদকে হারাল ২-০ গোলে


spot_img

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...