পূর্ব বর্ধমানের কাটোয়ায় (Katwa, East Burdwan) তিন বছরের শিশুকে বিস্কুটের লোভ দেখিয়ে যৌন নিগ্রহের (Sexual assault) অভিযোগ এক প্রতিবেশীর বিরুদ্ধে। নিগৃহীতার মায়ের অভিযোগ শনিবার তাঁর মেয়েকে প্রলোভন দেখিয়ে পাশের একটি ফাঁকা জমিতে নিয়ে যান অভিযুক্ত প্রৌঢ়। এরপর শিশুদের যৌনাঙ্গে হাত দেন। আরও একটি শিশুকেও সেখানে নিয়ে যাওয়া হয়েছিল বলে জানা যাচ্ছে। নিগৃহিতা বাড়ি এসে কান্নাকাটি শুরু করলে তাঁর মা সবটা বুঝতে পারেন। বিষয়টি জানাজানি হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্তকে আটকে রেখে খবর দেয় কাটোয়া থানায় (Katwa Police)। সন্ধ্যা নাগাদ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

যৌন নিগ্রহের শিকার হওয়া শিশুটিকে আপাতত কাটোয়া মহকুমা হাসপাতালে রাখা হয়েছে। ভারপ্রাপ্ত সুপার সুশান্তবরণ দত্ত বলেন, ‘‘শিশুকন্যার যৌনাঙ্গে রক্তের দাগ পাওয়া গিয়েছে। তবে তার অবস্থা এখন স্থিতিশীল। পর্যবেক্ষণের জন্য ভর্তি রাখা হয়েছে।’’ অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।
