কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে এগিয়ে থেকেও হার মহামেডান স্পোর্টিং ক্লাবের। এদিন ঘরের মাঠ কিশোরভারতী ক্রীড়াঙ্গানে খেলতে নেমেছিল সাদা-কালো ব্রিগেড। সেখানে কেরালার কাছে ১-২ গোলে হারে আন্দ্রে চেরনিশভের দল। এই হারের ফলে লিগ টেবিলে রইল ১১তম স্থানে সাদা-কালো ব্রিগেড।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচের ২৮ মিনিটে এগিয়ে যায় মহামেডান। সাদা-কালো ব্রিগেডকে গোল করে এগিয়ে দেন কাসিমোভ। পেনাল্টি থেকে গোল করে মহামেডানকে ১-০ গোলে এগিয়ে দেন তিনি। বক্সের মধ্যে বল নিয়ে ঢুকে পড়েছিলেন ফ্রাঙ্কা। কেরালার গোলকিপার তাঁকে ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। সেখান থেকে জালে বল জড়িয়ে দিতে এতটুকু ভুল করেননি কাসিমোভা। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি চেরনিশভের দল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে মহামেডান।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও চলে দু’দলের আক্রমণের দাপট। শুরুতেই অবশ্য দলকে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন ফ্রাঙ্কা। কিন্তু তাঁর শট লক্ষ্যভ্রষ্ট হয়।পালটা আক্রমণ চালায় কেরালা। যার ফলে ম্যাচের ৬৭ মিনিটে সমতা ফেরায় তারা। কেরালা ব্লাস্টার্সের হয়ে ১-১ করেন পেপরা। এরপর যেন আরো আক্রমনাত্মক হয়ে ওঠে কেরালা। যার ফলে ৭৫ কেরালার হয়ে ২-১ করেন জিমেনেজ। এরপর দু’দল আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি। যার ফলে ম্যাচ শেষ হয় ২-১ গোলে।

আরও পড়ুন- দ্বিতীয় টেস্টে কি আছেন পন্থ ? মুখ খুললেন রোহিত
