Thursday, November 6, 2025

চিকিৎসক গ্রেফতারের ঘটনায় আইনি সহায়তার আশ্বাস KMC-র! কী জানাল আইএমএ?

Date:

Share post:

চিকিৎসক তপোব্রত রায়ের জন্য আইনি সহায়তার দাবিতে সোমবার কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) অভিযানের ডাক দিয়েছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। রেড রোডের দুর্গাপুজো কার্নিভাল থেকে গ্রেফতার হয়েছিলেন পুরসভার চিকিৎসক (Doctor) তপোব্রত। সংগঠনের দাবি, তপোব্রতকে আইনি সহায়তা দেওয়া বা তাঁর বিরুদ্ধে পুলিশের করা মামলা তুলে নেওয়া নিয়ে কোনও সক্রিয় পদক্ষেপ করেনি পুরসভা। এ নিয়েই সোমবার পুরসভা অভিযানের ডাক দিয়েছেন চিকিৎসকেরা। এদিন তাঁদের দাবি মেনে চিকিৎসক তপোব্রত রায়কে পুরসভা থেকে আইনি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান আইএমএ-র (IMA) সদস্য সুভাষ চক্রবর্তী।

রেড রোডে কার্নিভালে কলকাতা পুরসভার একটি মেডিক্যাল টিম কর্মরত ছিল। সেই দলে ছিলেন পুরসভার চিকিৎসক তপোব্রত। তিনি জুনিয়র ডাক্তারদের সমর্থন জানিয়ে বুকে ‘প্রতীকী অনশনকারী’ লেখা ব্যাজ পরে কার্নিভালে কাজে যোগ দেন। সেই দাবি করে তাঁকে প্রথমে আটক এবং পরে গ্রেফতার করে পুলিশ (Police)। ওই রাতে তাঁকে জামিনে মুক্তিও দেওয়া হয়। এর পরই পুরসভার চিকিৎসকেরা দাবি করেছিলেন, তপোব্রতকে গ্রেফতারের জন্য ক্ষমা চাইতে হবে কলকাতা পুলিশকে। তবে সেই দাবি থেকে অবশ্য তাঁরা সরে এসেছেন।

পুরসভার চিকিৎসকদের দাবি ছিল, তপোব্রতের বিরুদ্ধে করা মামলা তুলে নেওয়ার বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলতে হবে কলকাতা পুরসভাকে। যে হেতু তিনি পুরসভার (Kolkata Municipal Corporation) হয়ে কাজ করার সময় গ্রেফতার হয়েছিলেন, তাই তাঁকে তাদের পক্ষ থেকে সব রকমের আইনি সহায়তা দিতে হবে। এই দুই দাবিতেই সোমবার কলকাতা পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরীর সঙ্গে দেখা করেন আইএমএ-র সদস্যরা। এদিনের বৈঠকের পর আইএমএ-র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অভীক ঘোষ বলেন, ‘‘আইএমএ প্রথম দিন থেকে তপোব্রতের সঙ্গে ছিল, আছে এবং থাকবে।’’ এদিকে পুরসভা আইনি সাহায্যেরর আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন- অস্ত্রোপচার ভালো হয়েছে: চোখের ছবি পোস্ট করে জানালেন অভিষেক

 

spot_img

Related articles

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় গাইতেই হবে রাজ্য সঙ্গীত: জারি নির্দেশিকা

এবার থেকে রাজ্যের স্কুলে প্রার্থনায় বাধ্যতামূলক করা হল রাজ্য সঙ্গীত। বৃহস্পতিবার প্রকাশিত মধ্যশিক্ষা পর্ষদের এক নির্দেশিকায় জানানো হয়েছে,...

বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা – জটিল অপারেশন! ‘শিশু সাথী’ প্রকল্প নিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর

নয়া মাইলফলকে পৌঁছাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘শিশু সাথী’ প্রকল্প । কলকাতা, মেদিনীপুর, মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গ...