Thursday, August 28, 2025

রাজ্যের ছয় কেন্দ্রে বিধানসভা উপনির্বাচন, মোতায়েন ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Date:

Share post:

রাজ্যে আসন্ন ছয় বিধানসভার উপনির্বাচনের জন্য আপাতত ৮৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে হচ্ছে। এরমধ্যে মাদারিহাটে ১৪ কোম্পানি , নৈহাটিতে ১০ কোম্পানি , হাড়োয়ায় ১৫ কোম্পানি, মেদিনীপুরে ১৬ কোম্পানি, তালডাংরায় ১৮ কোম্পানি ও সীতাইতে ১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছয় কেন্দ্রের উপনির্বাচনে বাহিনী মোতায়েনের রূপরেখা স্থির করতে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের পৌরহিত্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে । ওই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী সিআরপিএফ এর আইজি বীরেন্দ্র কুমার শর্মা। বৈঠকে আরো সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রত্যেক কেন্দ্রে যত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেই অনুপাতে কুইক রেসপন্স টিমও রাখা হবে। পাশাপাশি থাকবে পর্যাপ্ত সংখ্যায় রাজ্য পুলিশ। অন্যদিকে রাজ্যের উপ-নির্বাচন এবং প্রতিবেশী ঝাড়খন্ড বিধানসভার নির্বাচনকে সামনে রেখে দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এক উচ্চ পর্যায়ের বৈঠকের ডাক দিয়েছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে যোগ দেবেন রাজ্যের মুখ্য সচিব,স্বরাষ্ট্র সচিব,রাজ্য পুলিশের ডিজি কোস্টগার্ডের ডিজি, আয়কর ও শুল্ক বিভাগের শীর্ষ কর্তারা পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব সহ অন্যান্য আধিকারিকেরা।

পর্যাপ্ত পরিমাণে থাকবে বলে কমিশন সূত্রে খবর। এইচ আর এফ এস, আর টি মোবাইল, সেক্টর অফিসের জন্য সেক্টর পালিশ সহ বিভিন্ন ক্ষেত্রে থাকবে পর্যাপ্ত পরিমাণের রাজ্য সশস্ত্র পুলিশ। অন্যদিকে আগামী ২৯ অক্টোবর গোটা দেশের যে নির্বাচন প্রক্রিয়া হতে চলেছে আগামী ১৩ এবং ২০শে নভেম্বর সেখানে একদিকে মহারাষ্ট্র অন্যদিকে ঝাড়খন্ড সীমান্তে ওপর বিশেষ নজর দিচ্ছে দেশের জাতীয় নির্বাচন কমিশন। আগামী ২৯ অক্টোবর বিকেল চারটের সময় নির্বাচন কমিশনের সহ সমস্ত কমিশনার এবং অন্যান্য আধিকারিকরা থাকবেন এক গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সে। যে একদিকে মহারাষ্ট্র অন্যদিকে ঝাড়খন্ড এবং দেশের বিভিন্ন জায়গায় উপ নির্বাচন হতে চলেছে কিন্তু কোনভাবেই নির্বাচন কমিশন তার নিজের ভূমিকা থেকে এক চুল সরে আসতে রাজি নয় তাই নিশ্চিদ্র নিরাপত্তা এবং সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে বদ্ধপরিকর ও তৎপর নির্বাচন কমিশন এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে।

আরও পড়ুন- যৌন হেনস্থা করেন ব্রিজভূষণ! আত্মজীবনীতে বিস্ফোরক অভিযোগ সাক্ষীর

 

 

spot_img

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...