Sunday, August 24, 2025

বেনারসে অসুস্থ পঙ্কজ দত্ত, ‘কুৎসাকারী’র দ্রুত আরোগ্য কামনা তৃণমূলের

Date:

Share post:

এই বয়সে তিনি কার্যত প্রতিদিনই টিভি চ্যানেলে উত্তেজিতভাবে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নির্দিষ্ট লাইনে চিৎকার করেন। সেমিনারেও তাই। এসব থেকেই অসুস্থতা। যাঁরা ওঁকে দিয়ে রোজ চিৎকার করান, তাঁরা দায়ী। প্রাক্তন IPS পঙ্কজ দত্তের (Pankaj Dutta) বেনারসে অসুস্থ হওয়া নিয়ে মত প্রাক্তন তৃণমূল (TMC) সাংসদ কুণাল ঘোষের (Kunal Ghosh)। একই সঙ্গে দ্রুত আরোগ্য কামনা তিনি। অভিযোগ করেন, পঙ্কজের অসুস্থতা নিয়ে কুৎসা, অপপ্রচার করছে কোনও কোনও মহল।

বেনারসে একটি সেমিনারে যোগ দিয়ে সেখানেই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্ত (Pankaj Dutta)। তাঁকে সেখানেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নিয়ে অপপ্রচার শুরু করেছেন অনেকে। তাঁদের অভিযোগ তদন্তের কারণে, প্রায় সপ্তাহ দুয়েক আগে থানায় ডেকে পাঠানো হয় তাঁকে। কলকাতার সেই ঘটনার জন্যেই নাকি বেনারসে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এর তীব্র বিরোধিতা করেন কুণাল। ফেসবুক পেজে তিনি লেখেন, পঙ্কজবাবু একটি এলাকার মহিলাদের ইঙ্গিত করে চূড়ান্ত খারাপ মন্তব্য করেন। তাই পুলিশি ব্যবস্থা হয়েছে। আর পুলিশ ডাকার জন্য যদি উনি অসুস্থ হন, তাহলে এতদিন পুলিশকর্তা ছিলেন কী করতে? তাহলে বলতে হয় তাপস পাল, সুব্রত মুখোপাধ্যায়, সুলতান আহমেদের মৃত্যুর জন্য সিবিআই দায়ী। তাই তো দাঁড়ায়, নাকি? তিনি বলেন, পঙ্কজ দত্ত রাজ্যের প্রাক্তন আইজি। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ভাল। তিনি আমায় যথেষ্ট স্নেহ করেন।পঙ্কজ দত্তের অসুস্থতা নিয়ে কুৎসা চলছে বলে অভিযোগ করে তৃণমূল নেতা বলেন, পুলিশ ডাকায় তিনি অসুস্থ হলে ওঁর আইনজীবীরা আদালতে গেলেন না কেন? পুলিশ ডাকার পর যদি অসুস্থ হয়ে থাকেন, তাহলে টিভির অনুষ্ঠান করলেন কীভাবে? ৭০ বা ৭৩ বছর বয়স হলেই যদি তিনি অসুস্থ হন, তাহলে রোজ টিভির অনুষ্ঠানে আসছেন কীভাবে? বেনারসে সেমিনারে বক্তৃতা দিতে গেলেন কীভাবে, সে-প্রশ্নও তোলেন প্রাক্তন সাংসদ।







spot_img

Related articles

২৬-এ বড় খেলা হবে: ভাষা আন্দোলনের মঞ্চ থেকে মোদিকে চ্যালেঞ্জ অরূপের

বিজেপি ইতিহাস পড়েনি। ওদের ইংল্যান্ডে গিয়ে জেনে আসা দরকার বাঙালি স্বাধীনতা সংগ্রামে রক্ত-জীবন দিয়ে কীভাবে দেশের সম্মান ছিনিয়ে...

শাশ্বতকে সাহসী ভেবেছিলাম, অভিনেতাকে মেরুদণ্ডহীন বললেন বিবেক-পত্নী পল্লবী!

বেছে বেছে বিজেপি বিরোধী রাজ্যকে নিয়ে সিনেমা বানানো বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রীর (Vivek Agnihotri)'দ্য বেঙ্গল ফাইলস'-এর (The Bengal...

বাংলাদেশে সাসপেন্ড, ভারতে আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার হাসিনার পুলিশকর্তা

বসিরহাটের স্বরূপনগর হাকিমপুর সীমান্ত দিয়ে বেআইনি ভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলে শনিবার বিকেলে বিএসএফ-এর (BSF) হাতে আটক হন...

এশিয়া কাপের জন্যই দলীপের নেতৃত্বের প্রস্তাব ফিরিয়েছিলেন শ্রেয়স!

কয়েকদিন আগেই এশিয়া কাপের দল ঘোষণা করেছেন ভারতীয় দলের নির্বাচকরা। কিন্তু সেই দলেই সুযোগ পাননি শ্রেয়স আইয়ার(Shreyas Iyer)।...