রাজ্যের নিজস্ব আবহাওয়া দফতর! ঘূর্ণিঝড় দানার প্রভাবে চিন্তাভাবনা রাজ্যের

সেই সময়ই মুখ্যমন্ত্রী আইআইটি খড়গপুরের সঙ্গে যৌথ উদ্যোগে আবহাওয়া দফতর খোলার প্রস্তাব পেশ করেন

একাধিকবার ঘূর্ণিঝড় নিয়ে রাজ্যের ধন্দের জেরে এবার রাজ্যের নিজস্ব আবহাওয়া দফতর খোলার চিন্তাভাবনা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেক্ষেত্রে কার কার সহায়তা নেওয়া হতে পারে তারও পরিকল্পনা শুরু রাজ্য প্রশাসনের।

ঘূর্ণিঝড় রেমালের পর ঘূর্ণিঝড় ডানা-র ল্যান্ডফল নিয়ে তৈরি হয় প্রশ্নচিহ্ন। নবান্নে বৃহস্পতিবার রাতেও থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের বিভিন্ন বিভাগের আধিকারিকরা। সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের প্রাক্তন অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথও কন্ট্রোল রুমে থেকে রাজ্যের সাধারণ মানুষকে সাহায্য করেন।

সেই সময়ই মুখ্যমন্ত্রী আইআইটি খড়গপুরের সঙ্গে যৌথ উদ্যোগে আবহাওয়া দফতর খোলার প্রস্তাব পেশ করেন। তিনি পরামর্শ দেন যাতে খড়গপুরের সঙ্গে মউ স্বাক্ষর করে গোকুলচন্দ্র দেবনাথকে সেই কমিটিতে রাখার প্রস্তাবও দেন রাজ্যের মুখ্যমন্ত্রী।