Monday, December 29, 2025

শুক্রের সকালে স্বাভাবিক বিমান পরিষেবা, হাওড়া শিয়ালদহে চালু লোকাল ট্রেন

Date:

Share post:

‘ডানা’র (Dana) আতঙ্কে বন্ধ হওয়া গণপরিবহন ব্যবস্থা ধীরে ধীরে স্বাভাবিকের পথে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বন্ধ ছিল বিমানবন্দর। শুক্রের সকালে বৃষ্টির দুর্যোগ থাকলেও আটটা থেকে ভুবনেশ্বর এবং নটা থেকে কলকাতা বিমানবন্দরে (NSCBI Airport) উড়ান ওঠা নামা শুরু হয়েছে। যাত্রীসংখ্যা অন্যান্য দিনের মতো স্বাভাবিক। এর পাশাপাশি সকাল ১০টা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখা (Sealdah South Division) এবং হাওড়া (Howrah) মেন লাইনে চালু হল লোকাল ট্রেন পরিষেবা।

ঘূর্ণিঝড়ের দাপট থেকে বাঁচতে হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনে দূরপাল্লার ট্রেনের পাশাপাশি একগুচ্ছ লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল পূর্ব রেল (ER) । ২৪ অক্টোবর রাত আটটা থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। যার জেরে সমস্যায় পড়েছিলেন অনেকেই। বাইরে থেকে আসা বিভিন্ন যাত্রীদের রাতের স্টেশন চত্বরেই কাটাতে হয়। এদিন সকাল থেকেও প্লাটফর্মে নিত্যযাত্রীদের ভিড় জমতে থাকে। এরপর নির্দেশিকা অনুযায়ী শুক্রবার সকাল দশটায় শিয়ালদহের ১৫ নাম্বার প্ল্যাটফর্ম থেকে ডাউন সোনারপুর লোকাল রওনা দেয়। একে একে বারুইপুর, ক্যানিং, লক্ষীকান্তপুর লোকাল ট্রেন চালু হয়েছে। একই ছবি হাওড়াতেও। সকাল দশটা পর্যন্ত হাওড়া মেন লাইনের লোকাল ট্রেন বন্ধ থাকলেও ভোর সাড়ে পাঁচটার পর থেকে বিভিন্ন স্টেশনে ট্রেন নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। ঘড়ির কাঁটায় দশটা বাজতেই হাওড়া-বর্ধমান, ব্যান্ডেল, আরামবাগ, শেওড়াফুলি-সহ মেন লাইনের সব শাখাতেই ট্রেন চলাচল শুরু হয়েছে।

spot_img

Related articles

বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর, ঘোষণা মহাকাল মন্দিরের শিলান্যাসের দিনও

বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই ঘোষণা...

বিষ্ণুপুরে ‘সেবাশ্রয় ২’ পরিদর্শন অভিষেকের, আশ্বস্ত-আপ্লুত রোগী থেকে শুরু করে স্থানীয়রা

ডায়মন্ড হারবার লোকসভার বাসিন্দাদের কাছে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রয় শিবির করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

এসআইআরে নাম বাদ যাওয়ার আতঙ্কে একদিনে তিন মৃত্যু রাজ্যে

এসআইআর (SIR Tension) আতঙ্কে মৃত্যু-মিছিল বেড়েই চলেছে। সোমবার ফের একদিন তিনজনের মৃত্যু হল রাজ্যে। হাওড়া, নদিয়া এবং পুরুলিয়ায়...

উত্তর না পেলে আবার আসছি: কমিশন দফতরে পাঁচ দাবি পেশ করে স্পষ্ট করল তৃণমূল

কমিশন জানাচ্ছে ১ কোটি ৩৬ লক্ষ মানুষ নানাভাবে সন্দেহভাজন। তাই নাম ওঠেনি খসড়া ভোটার তালিকায়। কিন্তু আজও তার...