Friday, August 22, 2025

স্বামীর সামনেই স্ত্রীকে নির্যাতন, কয়েক ঘন্টা ব্যবধানে BJP শাসিত মধ্যপ্রদেশে ২ ধর্ষণ

Date:

Share post:

দেশের একের পর এক বিজেপি (BJP) শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে মহিলা থেকে শিশুদের ওপর ঘটে চলেছে ধর্ষণের (Rape) মত পাশবিক ঘটনা। বিজেপি শাসিত রাজ্য যেন হয়ে উঠছে নরক! এবার মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। কয়েক ঘন্টা ব্যবধানে দু’দুটো নারকীয় ঘটনা ঘটে গেলে গেরুয়া শাসিত রাজ্যে। ভোপালের (Bhopal) রেওয়াতে যেখানে পিকিনিকে গিয়ে মহিলাকে গণধর্ষণের (Gang Rape) শিকার হতে হয়েছে, তেমনই ইন্দোরে (Indore) এক মানসিকভাবে সক্ষম মহিলাকে (Mental Ability) ধর্ষণের অভিযোগ উঠেছে এক সাফাইকর্মীর বিরুদ্ধে।

এই ঘটনা সামনে আসতেই রীতিমতো প্রশ্নের মুখে বিজেপির ‘লাডলি বেহনা যোজনা’ (Ladli Behna Yojana)। শেষ বিধানসভা নির্বাচনে নারী সুরক্ষার দাবি যে আসলে ভোট জয়ের কৌশল ছাড়া আর কিছুই নয়, সে সত্যই যেন প্রকাশ্যে চলে আসলো আর একবার। ইতিমধ্যেই নারী সুরক্ষা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী (Chief Minister) মোহন যাদবকেই (Mohan Yadav) নিশানা করছেন সবাই।

পুলিশে দেওয়া বয়ানে নির্যাতিতা জানিয়েছেন, পিকনিকে বেড়াতে গিয়ে স্বামীর সঙ্গে বচসা হয় তাঁর। একটি ঝর্নার সামনে ঝগড়ার পর স্বামী কিছুদূর এগিয়ে যান। সেই সুযোগেই ওই তরুণীকে ক্রমাগত উত্ত্যক্ত করতে থাকেন পাঁচ জন ব্যক্তি। স্বামী বাধা দিতে গেলে তাঁকে মারধর করেন ওই যুবকেরা। তাঁকে একটি গাছের মধ্যে বেঁধে রাখেন। এরপর একে একে পাঁচ জন গণধর্ষণ (Gang Rape) করে বলে অভিযোগ। তরুণী আরও জানিয়েছেন, অভিযুক্তদের একজনের হাতে এবং বুকে ট্যাটু রয়েছে। অভিযুক্তেরা গোটা ঘটনার ভিডিয়ো করেন বলেও বয়ানে জানিয়েছেন নির্যাতিতা। পুলিশের কাছে অভিযোগ জানালে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করারও হুমকি দেওয়া হয় তাঁকে। এদিকে পুলিশে অভিযোগ দায়ের করার পর থেকে চার দিন কেটে গেলেও ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা।

কয়েক ঘণ্টার ব্যবধানে রাজ্যেরই আরও এক শহর ইনদওরেও (Indore) এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে এক দিনমজুরের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ওই মহিলাকে অর্ধনগ্ন, রক্তাক্ত অবস্থায় সদর বাজার এলাকায় ইতস্তত ভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়েরা। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেখানে দেখা গিয়েছে, মহিলাকে পাশেরই বর্জ্য পরিশোধন কেন্দ্রে নিয়ে যান ওই দিনমজুর। কিছু ক্ষণ পরেই ফিরে আসতে দেখা যায়। তার কিছু পরেই মহিলাকে অর্ধনগ্ন, রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয়েরা। পুলিশের দাবি, ফুটেজ দেখে ওই দিনমজুরকে আটক করা হয়। জেরায় তিনি ধর্ষণের (Rape) কথা স্বীকার করেছেন বলে দাবি এক তদন্তকারীর।

আরও পড়ুন- রাতভর ‘ডানা’য় নজর, প্রায় ৩০ ঘণ্টা পর নবান্ন থেকে বেরলেন মুখ্যমন্ত্রী

কয়েক ঘণ্টার ব্যবধানে দুই শহরে ধর্ষণের ঘটনায় রাজ্যের রাজনীতি সরগরম হয়ে উঠেছে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারি (Jitu Patwari) রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘‘আমাদের এক কন্যা রাস্তায় নগ্ন অবস্থায় উদ্ধার হচ্ছে, আর মুখ্যমন্ত্রী ব্যস্ত রয়েছেন অনুষ্ঠানে।’’ এদিকে অন্য রাজ্যে শান্ত পরিবেশ অশান্ত করার প্রচেষ্টা করা বিজেপির উচ্চ স্থানীয় কেন্দ্রীয় নেতৃত্ব সহ সেই রাজ্যের নেতারাও পুরো বিষয়টি নিয়ে মুখে কুলুপ এটেছেন।

 

 

 

spot_img

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...