Friday, December 19, 2025

স্বামীর সামনেই স্ত্রীকে নির্যাতন, কয়েক ঘন্টা ব্যবধানে BJP শাসিত মধ্যপ্রদেশে ২ ধর্ষণ

Date:

Share post:

দেশের একের পর এক বিজেপি (BJP) শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে মহিলা থেকে শিশুদের ওপর ঘটে চলেছে ধর্ষণের (Rape) মত পাশবিক ঘটনা। বিজেপি শাসিত রাজ্য যেন হয়ে উঠছে নরক! এবার মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। কয়েক ঘন্টা ব্যবধানে দু’দুটো নারকীয় ঘটনা ঘটে গেলে গেরুয়া শাসিত রাজ্যে। ভোপালের (Bhopal) রেওয়াতে যেখানে পিকিনিকে গিয়ে মহিলাকে গণধর্ষণের (Gang Rape) শিকার হতে হয়েছে, তেমনই ইন্দোরে (Indore) এক মানসিকভাবে সক্ষম মহিলাকে (Mental Ability) ধর্ষণের অভিযোগ উঠেছে এক সাফাইকর্মীর বিরুদ্ধে।

এই ঘটনা সামনে আসতেই রীতিমতো প্রশ্নের মুখে বিজেপির ‘লাডলি বেহনা যোজনা’ (Ladli Behna Yojana)। শেষ বিধানসভা নির্বাচনে নারী সুরক্ষার দাবি যে আসলে ভোট জয়ের কৌশল ছাড়া আর কিছুই নয়, সে সত্যই যেন প্রকাশ্যে চলে আসলো আর একবার। ইতিমধ্যেই নারী সুরক্ষা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী (Chief Minister) মোহন যাদবকেই (Mohan Yadav) নিশানা করছেন সবাই।

পুলিশে দেওয়া বয়ানে নির্যাতিতা জানিয়েছেন, পিকনিকে বেড়াতে গিয়ে স্বামীর সঙ্গে বচসা হয় তাঁর। একটি ঝর্নার সামনে ঝগড়ার পর স্বামী কিছুদূর এগিয়ে যান। সেই সুযোগেই ওই তরুণীকে ক্রমাগত উত্ত্যক্ত করতে থাকেন পাঁচ জন ব্যক্তি। স্বামী বাধা দিতে গেলে তাঁকে মারধর করেন ওই যুবকেরা। তাঁকে একটি গাছের মধ্যে বেঁধে রাখেন। এরপর একে একে পাঁচ জন গণধর্ষণ (Gang Rape) করে বলে অভিযোগ। তরুণী আরও জানিয়েছেন, অভিযুক্তদের একজনের হাতে এবং বুকে ট্যাটু রয়েছে। অভিযুক্তেরা গোটা ঘটনার ভিডিয়ো করেন বলেও বয়ানে জানিয়েছেন নির্যাতিতা। পুলিশের কাছে অভিযোগ জানালে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করারও হুমকি দেওয়া হয় তাঁকে। এদিকে পুলিশে অভিযোগ দায়ের করার পর থেকে চার দিন কেটে গেলেও ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। প্রতিবাদে থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন স্থানীয় বাসিন্দারা।

কয়েক ঘণ্টার ব্যবধানে রাজ্যেরই আরও এক শহর ইনদওরেও (Indore) এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে এক দিনমজুরের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ওই মহিলাকে অর্ধনগ্ন, রক্তাক্ত অবস্থায় সদর বাজার এলাকায় ইতস্তত ভাবে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়েরা। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সেখানে দেখা গিয়েছে, মহিলাকে পাশেরই বর্জ্য পরিশোধন কেন্দ্রে নিয়ে যান ওই দিনমজুর। কিছু ক্ষণ পরেই ফিরে আসতে দেখা যায়। তার কিছু পরেই মহিলাকে অর্ধনগ্ন, রক্তাক্ত অবস্থায় দেখতে পান স্থানীয়েরা। পুলিশের দাবি, ফুটেজ দেখে ওই দিনমজুরকে আটক করা হয়। জেরায় তিনি ধর্ষণের (Rape) কথা স্বীকার করেছেন বলে দাবি এক তদন্তকারীর।

আরও পড়ুন- রাতভর ‘ডানা’য় নজর, প্রায় ৩০ ঘণ্টা পর নবান্ন থেকে বেরলেন মুখ্যমন্ত্রী

কয়েক ঘণ্টার ব্যবধানে দুই শহরে ধর্ষণের ঘটনায় রাজ্যের রাজনীতি সরগরম হয়ে উঠেছে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারি (Jitu Patwari) রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, ‘‘আমাদের এক কন্যা রাস্তায় নগ্ন অবস্থায় উদ্ধার হচ্ছে, আর মুখ্যমন্ত্রী ব্যস্ত রয়েছেন অনুষ্ঠানে।’’ এদিকে অন্য রাজ্যে শান্ত পরিবেশ অশান্ত করার প্রচেষ্টা করা বিজেপির উচ্চ স্থানীয় কেন্দ্রীয় নেতৃত্ব সহ সেই রাজ্যের নেতারাও পুরো বিষয়টি নিয়ে মুখে কুলুপ এটেছেন।

 

 

 

spot_img

Related articles

হিজাব বিতর্কে নয়া মোড় ,সরকারি চাকরিতে যোগ দিচ্ছেন না মহিলা চিকিৎসক!

বিহারের সরকারি অনুষ্ঠানে মহিলা চিকিত্‍সকের মুখ থেকে হিজাব টেনে নামিয়ে দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ...

কারওয়ান বাজারে প্রথম আলো-র সংবাদপত্রের দফতরে হামলা! 

বাংলা দৈনিক প্রথম আলো-র দফতরে হামলা! বৃহস্পতিবার মধ্যরাতে একদল অজ্ঞাত পরিচয় ব্যক্তি সংবাদপত্রটির দফতরে ঢুকে একাধিক তলায় ব্যাপক...

জলপাইগুড়ির আকাশে ভিনগ্রহীদের যান! রহস্যময় আলো ঘিরে বাড়ছে জল্পনা

বৃহস্পতিবার রাতের আকাশে হঠাৎ রহস্যময় আলো ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়ি জেলায় (Jalpaiguri District)। কেউ বলছেন উল্কা কেউ বলছেন ইউএফও...

এসআইআর প্রক্রিয়ায় নজির! প্রথমবার ভোটারকে শো-কজ কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় এই প্রথম কোনও ভোটারকে শো-কজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। অভিযোগ, এক...