Sunday, August 24, 2025

বাড়ছে চিতাবাঘ-হাতির লোকালয়ে হানা! এবার বন্যপ্রাণীর গতিবিধি ড্রোনে নজরদারির নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের বিভিন্ন জেলায় বন্য প্রাণীর হানা বাড়ছে। বিশেষ করে জঙ্গলঘেরা জেলাগুলিতে মাঝে-মধ্যেই হানা দেয় চিতা, হাতির মতো বন্য প্রাণীরা। বিপদের মুখে পড়েন সাধারণ মানুষ। অনেক ক্ষতির শিকারও হতে হয় তাঁদের। এবার বাংলার ঘন জঙ্গলপূর্ণ জেলাগুলিতে বন্যপ্রাণীদের গতিবিধির উপর নজরদারি চালাতে ড্রোন ব্যবহারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শুক্রবার নবান্নে পর্যালোচনা বৈঠকে তিনি বলেন, প্রতি জেলায় একটি করে ড্রোন রাখতে হবে বন্যপ্রাণীর নজরদারিতে। এই খাতে রাজ্য সরকারের তরফে অর্থ বরাদ্দের কথাও জানান তিনি। সেই সঙ্গে তিনি পরামর্শ দেন, কর্মশ্রী প্রকল্পের অধীনে জঙ্গল লাগোয়া স্থানীয় বাসিন্দাদের নজরদারির কাজে লাগানোর।

ঘূর্ণিঝড় ‘ডানা’র জেরে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে নবান্নে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে লোকালয়ে বন্যপ্রাণী হানার বিষয়টিও তিনি তুলে ধরেন। সম্প্রতি, জলপাইগুড়িতে এক কিশোরীকে চিতাবাঘ তুলে নিয়ে যায়। সেই ঘটনা তুলে ধরে পরিবেশ দফতরের আধিকারিককে ডেকে মুখ্যমন্ত্রী বলেন, চিতা লোকালয়ে চলে আসছে মাঝেমাঝে। ফরেস্টের লোকেরা নজর রাখছেন না। একটি বাচ্চা মেয়েকে চিতা তুলে নিয়ে গিয়েছে। আমার খারাপ লেগেছে শুনে। ওই পরিবারকে সাহায্য করতে হবে। এখন থেকে ফরেস্টগুলোতে নজরদারি চালাতে ড্রোন ব্যবহার করুন। কর্মসূচি প্রকল্পের শ্রমিকদের কাজে লাগান। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মুখ্যসচিব মনোজ পন্থ জানান, ড্রোন কেনার ব্যবস্থা করা হচ্ছে। যতক্ষণ না তা হচ্ছে, অস্থায়ীভাবে পুলিশের সঙ্গে কথা বলে ব্যবস্থা করা নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- প্রচারের সময় দুষ্কৃতী হামলা! অল্পের জন্য রক্ষা পেলেন অরবিন্দ কেজরিওয়াল

spot_img

Related articles

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...