Monday, August 25, 2025

ফিলিপিন্সে মৌসুমি ঝড় ট্রামির তান্ডব, সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে

Date:

Share post:

ফিলিপিন্সে মৌসুমি ঝড় ট্রামির আঘাতে  প্রায় ১০০ জনের প্রাণহানির মৃত্যু হয়েছে। আজ রবিবারও একটি হ্রদে তল্লাশি অভিযান চালিয়েছেন ডুবুরিরা। ঝড়ের তাণ্ডবে বিচ্ছিন্ন হয়ে পড়া গ্রামগুলোতেও চলছে উদ্ধার অভিযান।এ বছর দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশটিতে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী ঝড়গুলোর মধ্যে এটি অন্যতম।জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ঝড়ের তাণ্ডব থেকে প্রাণ রক্ষা করতে সাড়ে পাঁচ লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন। এখনো অন্তত ৭০ জন নিখোঁজ রয়েছেন।

সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বিকোল অঞ্চলে। সেখানে ৩৮ জনের মৃত্যু নথিবদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বেশির ভাগই ডুবে মারা গিয়েছেন।বিকোল অঞ্চলের পুলিশের পরিচালক আন্দ্রে ডিজোন এবলেছেন, ‘আমরা এখনো অনেক ফোন পাচ্ছি। আমরা সাধ্যানুযায়ী সবচেয়ে বেশি সম্ভব মানুষকে রক্ষার চেষ্টা করছি। আশা করি, আর কেউ মারা যাবে না।’

ওই অঞ্চলের কয়েকটি এলাকায় অনেক মানুষ এখনও বাড়ির ছাদে বা ওপরের তলায় আটকা পড়ে আছেন বলেও জানান তিনি।রাজধানী ম্যানিলার দক্ষিণের বাতাঙ্গাস এলাকায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫ হয়েছে বলে জানিয়েছেন প্রাদেশিক পুলিশপ্রধান জেসিন্ত মালিনাও।বেশির ভাগই মারা গিয়েছেন ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিপাতের কারণে হওয়া ভূমিধসে চাপা পড়ে। কেউ কেউ গাছচাপা পড়েও মারা গিয়েছেন। ওই অঞ্চলে এখনও অন্তত ২০ জন নিখোঁজ আছেন।








spot_img

Related articles

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...