Friday, November 7, 2025

হ্যাকের শিকার? কলকাতা হাই কোর্টের লাইভ স্ট্রিমিংয়ে হঠাৎ অশ্লীল ছবি!

Date:

Share post:

সুপ্রিম কোর্টের পর এবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)! হ্যাকারদের হানায় রাজ্যের সর্বোচ্চ আদালত। শুনানি চলাকালীন অদ্ভুত ঘটনা। শুনানির লাইভ স্ট্রিমিং চলাকালীন হঠাৎ এজলাসের ছবি বদলে চলতে শুরু করে অশ্লীল ভিডিও। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় স্ট্রিমিং। তবে কম সময় নয়, প্রায় কয়েক মিনিট ধরেই অশ্লীল ছবি দেখা যাচ্ছিল। কিন্তু যান্ত্রিক কারণে খুব তড়িঘড়ি করে কিছু করা যাচ্ছিল না। এরপর ‘মোড অফ অপারেশন’ (Mode Of Operation) টা দ্রুত ‘প্রাইভেট’ (Private) করে নেওয়া হয়। এই ঘটনায় অস্বস্তিতে পড়ে যান বিচারপতি থেকে আইনজীবীরা।

বর্তমানে হাই কোর্ট ছুটি থাকায় অবকাশকালীন বেঞ্চে চলছে শুনানি। সোমবারও সেভাবেই ৭ নম্বর ঘরে বিচারপতি শুভেন্দু সামন্তর এজলাসে শুনানি চলছিল। সূত্রের খবর, সেই লাইভ স্ট্রিমিং করা হচ্ছিল ইউটিউবে (YouTube)। সেই সময় আচমকাই সেখানে অশ্লীল ভিডিও (Adult Video) চলতে শুরু করে। এরপরই শোরগোল পড়ে যায়। বিষয়টি হাইকোর্টের আইটি সেলের তরফে ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে হাইকোর্ট (Calcutta High Court) সূত্রে খবর। সাধারণত কোনও হ্যাক (Hack) হওয়ার ঘটনা ঘটলে পুলিশে অভিযোগ দায়ের হওয়ার কথা। যদিও এখনও পর্যন্ত নিকটবর্তী হেয়ার স্ট্রিট থানায় (Hare Street Police Station) এই নিয়ে কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে খবর। সে ক্ষেত্রে হাইকোর্টের কোনও কর্মীর গাফিলতি ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

মাসখানেক আগেই সুপ্রিম কোর্টের (Supreme Court) ইউটিউব পেজ হ্যাক হওয়ার অভিযোগ ওঠে। অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে রাতারাতি ‘উধাও’ হয়ে যায় আরজি কর মামলার শুনানির ভিডিয়ো। নিরাপত্তায় বড়সড় ত্রুটি সামনে আসে ওই ঘটনায়। সুপ্রিম কোর্টের চ্যানেলটিই খুঁজে পাওয়া যাচ্ছিল না। একটি ভিডিও-তে ক্লিক করলে অপর ভিডিয়ো খুলে যাচ্ছিল। এবার কলকাতা হাইকোর্টের এই ঘটনার পেছনে কে বা কারা রয়েছে সেটা খতিয়ে দেখার দাবিও উঠছে।

spot_img

Related articles

মোদি সরকারের দু-গালে জোর থাপ্পড়! ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

আদালতে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিহিংসামূলক রাজনীতি করে দীর্ঘদিন ধরে প্রাপ্য আটকে রেখে বাংলাকে বঞ্চিত করছে...

পুত্র সন্তানের মা ক্যাটরিনা, নায়িকাকে বেবি কেয়ার টিপস বলিউড অভিনেত্রীদের!

শুক্রের সকালে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ (Kattina Kaif)। আনন্দে আত্মহারা ভিকি কৌশল(Vicky Kaushal)। সেলেব দম্পতি...

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু! শেওড়াফুলির যৌনকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার

SIR আতঙ্কে একের পর এক মৃত্যু। হুগলির (Hooghli) ডানকুনির পরে এবার শেওড়াফুলি। শেওড়াফুলির (Shaoraphuli) গড়বাগানে যৌনকর্মীর (Sex Worker)...

জন-গণ-মন: রবীন্দ্রনাথকে অপমানের পরিকল্পিত চক্রান্ত! বিজেপি সাংসদের পদত্যাগ দাবি তৃণমূলের

জাতীয় সঙ্গীত নিয়ে রচয়িতা রবীন্দ্রনাথকে পরিকল্পিত অপমানের বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শাসকদল তৃণমূল। শুক্রবার, তৃণমূল ভবন থেকে সাংবাদিক...