Thursday, August 21, 2025

হ্যাকের শিকার? কলকাতা হাই কোর্টের লাইভ স্ট্রিমিংয়ে হঠাৎ অশ্লীল ছবি!

Date:

Share post:

সুপ্রিম কোর্টের পর এবার কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)! হ্যাকারদের হানায় রাজ্যের সর্বোচ্চ আদালত। শুনানি চলাকালীন অদ্ভুত ঘটনা। শুনানির লাইভ স্ট্রিমিং চলাকালীন হঠাৎ এজলাসের ছবি বদলে চলতে শুরু করে অশ্লীল ভিডিও। তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় স্ট্রিমিং। তবে কম সময় নয়, প্রায় কয়েক মিনিট ধরেই অশ্লীল ছবি দেখা যাচ্ছিল। কিন্তু যান্ত্রিক কারণে খুব তড়িঘড়ি করে কিছু করা যাচ্ছিল না। এরপর ‘মোড অফ অপারেশন’ (Mode Of Operation) টা দ্রুত ‘প্রাইভেট’ (Private) করে নেওয়া হয়। এই ঘটনায় অস্বস্তিতে পড়ে যান বিচারপতি থেকে আইনজীবীরা।

বর্তমানে হাই কোর্ট ছুটি থাকায় অবকাশকালীন বেঞ্চে চলছে শুনানি। সোমবারও সেভাবেই ৭ নম্বর ঘরে বিচারপতি শুভেন্দু সামন্তর এজলাসে শুনানি চলছিল। সূত্রের খবর, সেই লাইভ স্ট্রিমিং করা হচ্ছিল ইউটিউবে (YouTube)। সেই সময় আচমকাই সেখানে অশ্লীল ভিডিও (Adult Video) চলতে শুরু করে। এরপরই শোরগোল পড়ে যায়। বিষয়টি হাইকোর্টের আইটি সেলের তরফে ক্ষতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে হাইকোর্ট (Calcutta High Court) সূত্রে খবর। সাধারণত কোনও হ্যাক (Hack) হওয়ার ঘটনা ঘটলে পুলিশে অভিযোগ দায়ের হওয়ার কথা। যদিও এখনও পর্যন্ত নিকটবর্তী হেয়ার স্ট্রিট থানায় (Hare Street Police Station) এই নিয়ে কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে খবর। সে ক্ষেত্রে হাইকোর্টের কোনও কর্মীর গাফিলতি ছিল কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

মাসখানেক আগেই সুপ্রিম কোর্টের (Supreme Court) ইউটিউব পেজ হ্যাক হওয়ার অভিযোগ ওঠে। অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে রাতারাতি ‘উধাও’ হয়ে যায় আরজি কর মামলার শুনানির ভিডিয়ো। নিরাপত্তায় বড়সড় ত্রুটি সামনে আসে ওই ঘটনায়। সুপ্রিম কোর্টের চ্যানেলটিই খুঁজে পাওয়া যাচ্ছিল না। একটি ভিডিও-তে ক্লিক করলে অপর ভিডিয়ো খুলে যাচ্ছিল। এবার কলকাতা হাইকোর্টের এই ঘটনার পেছনে কে বা কারা রয়েছে সেটা খতিয়ে দেখার দাবিও উঠছে।

spot_img

Related articles

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...