Tuesday, August 26, 2025

অবশেষে সিজিও অভিযান চিকিৎসক ফ্রন্টের, এত দেরি কেন প্রশ্ন শাসকের

Date:

Share post:

বারবার রাজ্য সরকারের কাছে আর জি করের নির্যাতিতার বিচারের দাবি চেয়েছেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) হাতে। মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচারাধীন। তারপরেও যাবতীয় দাবি আন্দোলনকারী চিকিৎসকরা রাজ্য সরকারের বিরুদ্ধে করে গিয়েছেন। অবশেষে আলোর উৎসবের একেবারে আগে ফের মিছিলে রাজপথ সরগরম করার পরিকল্পনা তাঁদের। তবে এবার এতদিনে তাঁদের এই দাবি যে সিজিও কমপ্লেক্সে (CGO complex) সিবিআই দফতরে জানানো উচিত, তা বুঝে এবার তাঁদের সিজিও অভিযান। যদিও শাসকদলের কটাক্ষ এতদিন ধরে রাজ্যের মানুষকে চিকিৎসায় হয়রান করে কেন এত দেরিতে সিবিআই দফতরে অভিযানের কথা মনে পড়েছে চিকিৎসকদের।

এবছর গোটা উৎসবের মরশুমে উৎসবে না থাকার ভুয়ো দাবি তুলে প্রতি উৎসবে বাধা তৈরির চেষ্টা চালিয়েছেন জুনিয়র চিকিৎসকদের একটি অংশ। কালীপুজোর আগেও তার ব্যতিক্রম হল না। ফের স্কুল-কলেজ, সরকারি দফতরে ছুটি পড়তেই মিছিলের পথে জুনিয়র চিকিৎসক ফ্রন্ট (JDF)। বুধবার বিকালে তাঁরা রাজ্য মেডিক্যাল কাউন্সিল দফতর থেকে সিজিও কমপ্লেক্সে (CGO complex) মিছিল করেন। মশাল জ্বালিয়ে নির্যাতিতার জন্য বিচার চান।

এত দেরিতে তাঁদের এই অভিযান নিয়ে কটাক্ষ প্রাক্তন তৃণমূল সাংসদ কুণাল ঘোষের। তিনি দাবি করেন, এই মিছিল কেন এত দেরিতে। যেখানে নির্যাতিতাকে বিচার দেওয়ার দায়িত্ব সিবিআইয়ের সেখানে আগেই সিজিও কমপ্লেক্স (CGO complex) অভিযান করা উচিত ছিল জুনিয়র চিকিৎসকদের। এতদিন ধরে আন্দোলনের নামে রাজ্য সরকারের উপর তাঁরা চাপ প্রয়োগ করেছিলেন, বাস্তবে যে চাপ সিবিআইকে (CBI) দেওয়া উচিত ছিল বলে দাবি তাঁর। সেই সঙ্গে বারবার কর্মবিরতি করে রাজ্যের মানুষকে হয়রান করেছেন জুনিয়র চিকিৎসকরা। সেই সময়ে তাঁদের সিবিআই (CBI) দফতরে চাপ প্রয়োগ করা উচিত ছিল বলেও মত কুণালের।

spot_img

Related articles

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...