রাম মন্দির উদ্বোধনের পর অযোধ্যায় এবার প্রথম দীপোৎসব। আলোয় আলোয় মুড়ে দেওয়া হল উত্তরপ্রদেশের অযোধ্যা। সরযূ নদীর তীরে জ্বালানো হল ২৫ লক্ষর বেশি মাটির প্রদীপ। যা গিনেস বুকে নয়া বিশ্বরেকর্ড।

অযোধ্যা মেতে উঠল অষ্টম দীপোৎসবে। উদযাপনে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সঙ্গে ছিলেন তাঁর মন্ত্রিসভার আরও অন্যান্য সদস্য। দীপোৎসবে গিনেস বিশ্ব রেকর্ডের ২টি নয়া রেকর্ডের শংসাপত্র তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের হাতে।

এই রেকর্ড ২টি হল, একসঙ্গে সবথেকে বেশি সংখ্যক মানুষ রোটেশনে প্রদীপ জ্বালান। এর পাশাপাশি ২৫ লক্ষ ১২ হাজার ৫৮৫টি মাটির প্রদীপ প্রদীপ জ্বালানো হয়। এত সংখ্যক মাটির প্রদীপ জ্বলার পাশাপাশি লেজার ও লাইট শো আলোকিত করে তোলে গোটা সরযূ ঘাটকে। সেই সময় অপরূপ সৌন্দর্য ধরা পড়ে নদীর তীরে।

একসঙ্গে সরযূ নদীর তীরে আরতি করলেন ১ হাজার ১২১ জন। অযোধ্যার মতোই দীপোৎসব হবে কাশী-মথুরাতেও, বার্তা দিলেন যোগী। সেই সঙ্গে জানালেন, প্রদীপ জ্বালানোর মাধ্যমে আরও দৃঢ় হয় জাতীয় ঐক্য।
