Wednesday, November 12, 2025

পরীক্ষকদের কাছেই হারিয়ে গেল স্নাতকোত্তরের খাতা! বেকায়দায় কলকাতা বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

শতাধিক স্নাতকোত্তর (Master Degree) পর্যায়ের পরীক্ষার খাতা উধাও হয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে (University of Calcutta)। ৩ টি কলেজের স্নাতকোত্তর পরীক্ষার ১২০টি উত্তরপত্র (Answer Paper) হারিয়ে যাওয়ার ঘটনায় অভিযোগ উঠেছে কর্তব্যে গাফিলতির। তিনজন পরীক্ষকের (Examiner) বিরুদ্ধে এই গাফিলতির অভিযোগ উঠেছে। কীভাবে তাঁদের কাছ থেকে উত্তরপত্র হারিয়ে গেল, বা কোন পথে এর সমাধান হবে তা নিয়ে পথ খুঁজছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এনিয়ে পুজোর ছুটির শেষেই আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংগঠনগুলি।

বাংলার (Bengali) স্নাতকোত্তরের প্রথম বর্ষের ১২০ টি উত্তরপত্র হারিয়ে গিয়েছে। এই খাতাগুলি ৩ জন পরীক্ষকের কাছে রাখা ছিল। তবে সেই তিনজনের মধ্যে একজন কোঅর্ডিনেটরের (co-ordinator) কাছে খাতা জমা দিয়েছিলেন। সেখান থেকেই উধাও হয়ে যায় তাঁর জমা দেওয়া খাতা। আর বাকি দুজন পরীক্ষকের কাছ থেকেই খাতা হারিয়ে গিয়েছে বলে অভিযোগ।

এই ঘটনায় নির্দিষ্ট কলেজগুলিকে অভ্যন্তরীণ তদন্তের কথা বলা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) কর্তৃপক্ষ তরফে। যদিও এর আগে নম্বর হারিয়ে যাওয়ার অভিযোগ সামনে আসলেও এমন খাতা হারিয়ে যাওয়ার অভিযোগ সামনে আসেনি। এবিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য মন্তব্য করেছেন , “গাফিলতি থাকলে সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির জন্য প্রস্তাব দিক কলেজগুলি।”

এক্ষেত্রে কী করা হতে পারে ওই পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে, তাও স্থির করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের দুটি শর্ত দেওয়া হবে। প্রথমত, তাঁরা আবার পরীক্ষায় বসতে পারেন। দ্বিতীয়ত, প্রথম সেমিস্টারে যে বিষয়ে সর্বোচ্চ নম্বর রয়েছে, তাকেই হারিয়ে যাওয়ার খাতার বিষয়টিতে নম্বর হিসাবে গণ্য করা হবে।

spot_img

Related articles

ইডেনে অল-রাউন্ডারদের অতিরিক্ত গুরুত্ব, জুরেলকে নিয়ে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের ভাবনা কী?

ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টে(Ind vs Sa Test) শুরু হওয়ার আগে চর্চার কেন্দ্রবিন্দুতে  ইডেনের পিচ। মঙ্গলবার অনুশীলনের দফায়...

দিল্লি বিস্ফোরণে ছিন্নভিন্ন দেহ সনাক্তকরণে ট্যাটু- টি-শার্টে ভরসা!

লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণের (Delhi blast near Red fort) জেরে মৃতদের সনাক্তকরণে বাড়ছে সমস্যা (Deadbody Identification)। দেহ ছিন্নভিন্ন...

দিল্লি বিস্ফোরণে ধৃত বেড়ে ১৫, তদন্তে দশ সদস্যের NIA টিম

লালকেল্লায় কাছে বিস্ফোরণ পরিকল্পনা মাফিক নয় বরং তাড়াহুড়োর জেরেই ঘটেছে এই ঘটনা, কি খাবার কেন্দ্রীয় রিপোর্টে উঠে এলো...

তিলোত্তমার তাপমাত্রা ১৭ ডিগ্রি, বুধেই মরশুমের শীতলতম দিন মহানগরীতে!

বঙ্গবাসীর আশা পূরণ করে স্বমহিমায় ইনিংস শুরু করেছে শীত (Winter)। নভেম্বরের প্রথম সপ্তাহ শেষ হতে না হতেই পারদ...