Wednesday, December 24, 2025

লেবানন থেকে ইজরায়েলে ২৫ ক্ষেপণাস্ত্র হামলা, মৃত ৭

Date:

Share post:

মেতুলার উত্তর ইজরায়েল (Israel) সীমান্তে হেজবোল্লার (Hezbollah) হামলা। শেষ কয়েক মাস ধরে লেবাননের সশস্ত্র সংগঠন হেজবোল্লার বিরুদ্ধে লড়াই চালাচ্ছে ইজরায়েলি সেনা। এবার পাল্টা হামলা চালাল জঙ্গি সংগঠন হেজবোল্লা। লেবানন (Lebanon) সীমান্তের মেতুলা শহরে রকেট হামলায় তিন ইসরায়েলি কৃষক ও চার থাইল্যান্ডের (Thailand) কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এই হামলার পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহুর।

ইজরায়েল সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার ইজরায়েলি সামরিক বাহিনী লেবানন থেকে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম হলেও প্রতিহত করতে পারেনি। সেই ক্ষেপণাস্ত্র সকালে মেতুলার কাছে আঘাত হানে। এর পর কিব্বুতজ আফেক এলাকায় চলে রকেট হামলা (Rocket Strikes)। আনুমানিক ২৫ টা ক্ষেপণাস্ত্র (Missile) হামলা চলে জঙ্গি সংগঠন হেজবোল্লার তরফে। এই হামলায় ৭ জন নিহত হয়েছে। যাদের মধ্যে ইজরায়েলি কৃষক সহ থাইল্যান্ডের ৪ কৃষক রয়েছেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন- ‘সরকারকে জিজ্ঞাসা করে জন্মেছিলে?’, চাকরিপ্রার্থীদের প্রশ্ন রাজস্থানের আধিকারিকের!

এদিকে মধ্যপ্রাচ্যে শান্তির বাতাবরণ তৈরি করতে তৎপরতা দেখিয়েছে আমেরিকা। তবে এর মাঝেই লেবানন থেকে হেজবোল্লা (Hazbollah) সংগঠনের এই আক্রমণ সেই প্রচেষ্টাকে সমস্যায় ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে লেবাননে ঢুকে হামলা চালিয়েছিল ইজরায়েলি সেনাবাহিনী। গত একমাসের বেশি সময় ধরে চলা সেই হামলারর জেরে মৃত্যু হয়েছে হেজবোল্লা প্রধান হাসান নাসোরাল্লার। তারপর কিছু দিন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বৃহস্পতিবার ফের হামলা চালানো হল লেবাননের পক্ষ থেকে।

spot_img

Related articles

মেগা মিটিংয়ে জট কাটার ইঙ্গিত, আইএসএল নিয়ে আশার আলো

বছর শেষে আইএসএল(ISL) নিয়ে আশার আলো। বড়দিনের আগের সন্ধ্যায় ফেডারেশন (AIFF) গঠিত কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলেন ক্লাব জোটের...

মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর, মাদার ডেয়ারি এখন বাংলার ডেয়ারি

মাদার ডেয়ারির সঙ্গে জুড়ছে বাংলার ডেয়ারি। ফলে মাদার ডেয়ারির নাম বদলে হচ্ছে বাংলার ডেয়ারি। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এমনই...

ফের জমবে আড্ডা! আদালতের স্থগিতাদেশে ১৬ দিন পর খুলল গ্লেনারিজের বার 

দার্জিলিং সফর মানেই গ্লেনারিজে বসে আড্ডা—এই ধারণার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পাহাড় শহরের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁ। সেই গ্লেনারিজের বার...

শান্তির দীপ এসো ঘরে ঘরে: নিজের লেখা-সুর করা গান পোস্ট করে ‘Merry Christmas’ জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে চূড়ান্ত ব্যস্ততা। তার মধ্যে থেকেই নিয়মিত ছবি আঁকেন, কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন...