ফালাকাটায় (Falakata) ৬ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের ঘটনায় আজও উত্তেজনা এলাকায়। সূত্রের খবর নির্যাতিতার ময়নাতদন্ত ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পরই বিক্ষোভ শুরু হয়। ফরেনসিক বিশেষজ্ঞের উপস্থিতি ছাড়াই কোচবিহারের এম জে এন মেডিক্যাল কলেজে (MJN Medical College) ময়নাতদন্ত করা হয়। পুলিশের নির্দেশ সত্ত্বেও কেন বিশেষজ্ঞ ছাড়া এই প্রক্রিয়া করা হলো তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

শিশু কন্যাকে বাড়িতে ডেকে এনে ধর্ষণ- খুনের ঘটনায় শুক্রবার থেকেই উত্তপ্ত ফালাকাটা। ঘটনার খবর ছড়িয়ে পড়তেন মূল অভিযুক্তকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। শুক্রবারই তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অপর অভিযুক্তকে আটক করেছে পুলিশের। নির্যাতিতার ময়নাতদন্তে ফরেনসিক বিশেষজ্ঞের অনুপস্থিতি ঘিরে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। বিশেষজ্ঞ অসুস্থ থাকার কারণে ছুটিতে রয়েছেন বলে সাফাই হাসপাতাল সুপারের।নাবালিকার মৃত্যুতে আজও থমথমে গোটা এলাকা।
