রবিবার ভাইফোঁটা পরবে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এবছর ভাইফোঁটা (Bhai phonta) পরবে তাঁকে বিশেষ কোথাও ফোঁটার জন্য দেখা না গেলেও দেশবাসীকে শুভেচ্ছা জানাতে ভুললেন না দেশের প্রধানমন্ত্রী (Prime Minister)।

নিজের এক্স হ্যান্ডেলে (X handle) রবিবার প্রধানমন্ত্রী লেখেন, “সমস্ত দেশবাসীকে ভাইফোঁটার অনেক শুভকামনা। এই পার্বনে ভাই-বোনেদের নিজেদের মধ্যে স্নেহের ভাব আরও গভীর হোক, এটাই প্রার্থনা।”
