ফের পিছিয়ে গেল আর জি কর মামলার শুনানি (RG Kar Medical College and Hospital hearing)। সকাল সাড়ে দশটাতে মামলা এজলাসে ওঠার কথা থাকলেও, সূত্রের খবর এদিনের তালিকায় ৩৪ নাম্বারে রয়েছে আর জি কর মামলা, তাই দ্বিতীয়ার্ধে হবে শুনানি।

মঙ্গলবার দুপুরে আর জি কর মামলার শুনানি থাকলেও সময়ের অভাবে তা করা যায়নি। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় (DY Chandrachud) জানিয়েছিলেন বুধবার প্রথমেই এই মামলা শুনবেন। কিন্তু আজ সকাল সাড়ে দশটায় এজলাস শুরু হলে প্রথমে আর জি কর মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে ওঠেনি৷ সুপ্রিম কোর্ট সূত্রে খবর, প্রধান বিচারপতির বেঞ্চে আজকে যে যে মামলা ওঠার কথা, সেই তালিকায় ৩৪ নম্বরে রয়েছে এই কেস। তাই কখন শুনানি শুরু হয় তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সূত্রের খবর বিকেল তিনটেতে এই মামলা শুনবে আদালতের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।
