Thursday, November 6, 2025

একগুচ্ছ উন্নয়ন কর্মসূচি, সোমে পাহাড়ে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

একগুচ্ছ উন্নয়ন কর্মসূচি নিয়ে পাহাড় সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যে ছয় কেন্দ্রে উপনির্বাচনের প্রাক্কালে তার এই পাহাড় সফর। ১১ নভেম্বর তিনি দার্জিলিং-এ (Darjeeling) পৌঁছবেন। উত্তর থেকে ফিরেই ১৫ নভেম্বর কলকাতায় আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের পাহাড় সফর মূলত একাধিক সরকারি কর্মসূচিতে যোগ দিতে। এবার দার্জিলিংয়ে আয়োজিত হচ্ছে সরস মেলা (Saras Mela)। সেই মেলার উদ্বোধন ছাড়াও একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর এই উত্তরের জেলাসফর নিয়ে ইতিমধ্যেই উন্মাদনা শুরু হয়েছে পাহাড়ে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১১ নভেম্বর পৌছে যাবেন দার্জিলিংয়ে। ১২ নভেম্বর সাড়ে তিনটেয় তিনি জিটিএ (GTA) সদস্য ও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করবেন। পরদিন অর্থাৎ ১৩ নভেম্বর বিকেল তিনটেয় মুখ্যমন্ত্রী সরস মেলার উদ্বোধন করবেন। পঞ্চায়েত দফতরের উদ্যোগে ম্যালের চৌরাস্তায় টানা ১১ দিন চলবে সরস মেলা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হস্তশিল্পীরা সরস মেলায় যোগ দিতে আসবেন। দুদিন পাহাড়ে থাকার পর ১৪ নভেম্বর তিনি শিলিগুড়িতে (Siliguri) ফিরে আসবেন। তারপর ফিরবেন কলকাতায়। ১৫ নভেম্বর রাজারহাটের আদিবাসী ভবনে বিরসা মুন্ডার সার্ধশতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন। এই দিনটি বিরসা মুন্ডা দিবস হিসেবে পালিত হয় আদিবাসী মহলে। ১৫ থেকে ২১ নভেম্বর সাত দিন ধরে আদিবাসী দিবসের অনুষ্ঠান চলবে রাজ্যের বিভিন্ন জেলায়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে এবং জিটিএ (GTA) তত্ত্বাবধানে একাধিক উন্নয়নমূলক প্রকল্প চলছে পাহাড়ে। সেই সমস্ত কাজের পর্যালোচনা করা ছাড়াও বিভিন্ন উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠক করে আগামী রূপরেখা তৈরি করবেন মুখ্যমন্ত্রী। গত বছর ডিসেম্বরে শেষবার পাহাড় সফর গিয়ে মুখ্যমন্ত্রী কার্শিয়াংয়ের (Kurseong) একটি অনুষ্ঠানে যোগ দিয়েই ফিরে এসেছিলেন কলকাতায়। এবার ১১ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত একাধিক কর্মসূচিতে তিনি উন্নয়নের দিশা দেখাবেন।

এবার মুখ্যমন্ত্রীর নির্দেশেই দার্জিলিংয়ে সরস মেলা হচ্ছে। প্রতিবার কলকাতায় হয় এই মেলা, পাশাপাশি শিলিগুড়িতেও হয়। পাহাড়ে এই প্রথম। শীতের মরসুমে দার্জিলিংয়ে দেশ-বিদেশের পর্যটকদের উপস্থিতিতে এবারের মেলা অন্য মাত্রা পাবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...