Wednesday, November 12, 2025

ওড়িশার বিরুদ্ধে এক পয়েন্টেই সন্তুষ্ট বাগান কোচ, করলেন দলের প্রশংসা

Date:

Share post:

অ্যাওয়ে ম্যাচে ওড়িশা এফসির সঙ্গে ড্র করে মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচটা জিততে পারলে, শীর্ষে থাকা বেঙ্গালুরু এফসিকে চাপে রাখা যেত। কিন্তু ওড়িশা এফসির সঙ্গে ১-১ ড্র করে সেই সুযোগ আপাতত হাতছাড়া বাগানের । ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল বেঙ্গালুরু। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মোহনবাগান। তবে অ্যাওয়ে ম্যাচ এক পয়েন্ট পেয়ে অখুশি নন জোসে মোলিনা। একই সঙ্গে ফুটবলারদের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন সবুজ-মেরুন কোচ।

মোলিনার বক্তব্য, ‘‘দলের পারফরম্যান্সে আমি খুশি। প্রতিপক্ষকে সারাক্ষণ আমার ফুটবলাররা চাপে রেখেছিল। তবে ম্যাচের শেষ দিকে গোল করার জন্য আমাদের আরও বেশি করে ঝাঁপানো উচিত ছিল। পাশাপাশি যেভাবে ম্যাচের শুরুতেই গোল হজম করতে হল, তাতে আমি বিরক্ত। যাই হোক, অ্যাওয়ে ম্যাচে এক পয়েন্ট খারাপ নয়।’’

এদিকে অনেকদিন পর শুরু থেকেই মাঠে নেমেছিলেন সবুজ-মেরুনের অস্ট্রেলীয় তারকা দিমিত্রি পেত্রাতোস। তাঁর পারফরম্যান্সে সন্তুষ্ট মোলিনা বলেন, ‘‘দিমি যথেষ্ট ভাল খেলেছে। আক্রমণে ভূমিকা পালন করা ছাড়াও মাঝমাঠে অনেকটা জায়গাজুড়ে খেলেছে।’’ বাগান কোচের মুখে গোলকিপার বিশাল কাইথেরও প্রশংসা শোনা গিয়েছে। মোলিনা বলেন, ‘‘বিশালও খুব ভাল খেলেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ সেভ করেছে।’’

মোহনবাগানের পরের ম্যাচে ২৩ নভেম্বর, জামশেদপুর এফসির বিরুদ্ধে। তাই ফুটবলারদের আপাতত ছুটি দিয়েছেন মোলিনা। ততদিনে তাঁর সেরা প্লে-মেকার গ্রেগ স্টুয়ার্টও ফিট হয়ে যাবেন বলে আশাবাদী মোলিনা।

মোহনবাগানের মতো পড়শি ক্লাব ইস্টবেঙ্গলেরও ছুটি আমেজ। রবিবার থেকেই ফুটবলারদের ছুটি দিয়েছিলেন কোচ অস্কার ব্রুজো। বিদেশি ফুটবলাররা অনেকেই দেশে ফিরে গিয়েছেন। ২৯ নভেম্বর লাল-হলুদের পরের ম্যাচ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। ছুটি কাটিয়ে ১৬ নভেম্বর থেকে ফের প্র্যাকটিস শুরু করবেন ফুটবলাররা।

আরও পড়ুন- পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরলে প্রতিযোগিতা থেকে সরে যাওয়ার হুমকি পিসিবির

 

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...