উত্তরবঙ্গ (North Bengal) সফরে গিয়ে পাহাড়ের উন্নয়নের লক্ষ্যে নতুন করে বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার কর্মসংস্থানের বিপুল ঘোষণার পর বুধবার দার্জিলিং চৌরাস্তায় ‘সরস মেলা’র উদ্বোধন করবেন তিনি। দুপুর ৩টে নাগাদ আনুষ্ঠানিক উদ্বোধন হবে বলে নবান্ন (Nabanna) সূত্রে খবর।

আগামী দেড় মাসের মধ্যে দার্জিলিংয়ের সমস্ত উন্নয়ন বোর্ডের পুনর্গঠনের নির্দেশ দেওয়ার পাশাপাশি মঙ্গলবার রিচমন্ড হিলে জিটিএ, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসন এবং বিভিন্ন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তরুণ প্রজন্মকে বিভিন্ন কাজের উপযোগী করে তুলতে চারটি ‘স্কিল সেন্টার’ তৈরির কথা ঘোষণা করেছেন। ট্রাফিক নিয়ন্ত্রণে পার্কিংয়ের ব্যবস্থা করার পাশাপাশি একটি বড় মার্কেট কমপ্লেক্স নির্মাণে ছাড়পত্র দিয়েছেন মমতা।বৃহস্পতিবার শিলিগুড়ি (Siliguri) হয়ে কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর। কলকাতায় ফিরেই শুক্রবার বীরসা মুন্ডার ১৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজারহাটে আদিবাসী ভবনে এক অনুষ্ঠানে যোগ দেবেন বলে খবর।
