আজ ২০০ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে ঝাড়খণ্ডে (Jharkhand Assembly Election 1st Phase Voting )। গদিতে ফিরবেন হেমন্ত নাকি গেরুয়াতে মন দেবে সে রাজ্যের বাসিন্দারা, আজ জনতার রায় দেওয়ার পালা। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় মোট ৮১টি আসনের মধ্যে ৪৩টি আসনে ভোটগ্রহণ পর্ব চলছে।

বুধের সকালে ঝাড়খন্ড বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ভোটারদের লম্বা লাইন। ইন্ডিয়া নাকি এনডিএ- কার হাতে রাজ্যের দায়িত্বভার ছাড়বে জনগণ, তার অ্যাসিড টেস্ট আজ। সাতটা থেকেই বুথে বুথে ভোটারদের ভিড় লক্ষ্য করা গেছে।ভোট গ্রহণ শুরুর প্রথম ঘণ্টাতেই ভোট দিলেন ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গওয়ার। সকলকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বানও জানিয়েছেন তিনি। সকাল ৯ টা ১৫ নাগাদ রাঁচিতে ভোট দেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ।এবারের নির্বাচনে একদিকে লড়ছে শাসক দল জেএমএম, অন্যদিকে রয়েছে প্রতিদ্বন্দ্বী বিজেপি। হেমন্ত সোরেনের দলকে সমর্থন জানাচ্ছে কংগ্রেস, আরজেডি। বিজেপির পাশে রয়েছে কয়েকটি আঞ্চলিক দল। মাওবাদী অধ্যুষিত এলাকায় ঝুঁকি এড়াতে প্রতি বুথেই মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী।
