R G Kar-এর নৃশংস ঘটনার প্রতিবাদে সরব হয়েছিল বাংলা তথা সারা দেশে। এর মধ্যেই কিছুদিন আগে গানের স্কুলে নাবালিকা নিগ্রহের অভিযোগে মুম্বই থেকে চারু মার্কেট থানার পুলিশের হাতে গ্রেফতার হন পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঙ্গীতশিল্পী সঞ্জয় চক্রবর্তী। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পালের বিস্ফোরক দাবি, সঞ্জয় গায়ক কিঞ্জল চট্টোপাধ্যায়ের মুম্বাইয়ের ফ্ল্যাটে লুকিয়ে ছিলেন। আর সেই নিয়েই নতুন করে উসকে গিয়েছে বিতর্ক।
বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র মৃত্যুঞ্জয় পাল তাঁর এক্স হ্যান্ডেলে করা একটি পোস্টে লেখেন, ‘পন্ডিত অজয় চক্রবর্তীর ভাই সঞ্জয় চক্রবর্তী নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগে মুম্বই থেকে গ্রেফতার। লুকিয়ে ছিলেন গায়ক কিঞ্জলের ফ্ল্যাটে। এই কিঞ্জল আবার শ্রেয়া ঘোষালের টিমের সদস্য তার সাথে বিদেশ সফর পর্যন্ত করে। এবার এই বিষয়ে শ্রেয়া ঘোষাল নিজের বক্তব্য, প্রতিবাদ একটু কষ্ট করে জানাক।’ সেখানে তিনি আরও লেখেন, ‘খারাপ ঘটনা মুম্বইতে ঘটলে অমনি চুপ। কলকাতা হোক বা মুম্বই খারাপ ঘটনা ঘটলে আমরা তুলে ধরলেই অমনি বলা হয় জাস্টিফিকেশন দিচ্ছি। অরিজিৎ, শ্রেয়া এদের মুম্বই কর্মক্ষেত্র। এবার আমরাও চাই এরা গান বাধুক। নাহলে বুঝে নিতে হবে গণতন্ত্র শুধু পশ্চিমবঙ্গেই আছে।’

আরও পড়ুন- দূষণে নাজেহাল রাজধানীতে সরকারি স্কুলে প্রাথমিকে অনলাইন ক্লাস শুরু

প্রসঙ্গত আচার্য সঞ্জয় চক্রবর্তী সম্পর্কে পণ্ডিত অজয় চক্রবর্তীর ভাই। শুধু তাই নয়, তাঁর পুত্র বিশাখ জ্যোতি ‘কেরালা স্টোরি’র সংগীত পরিচালক ও জাতীয় পুরস্কার প্রাপ্ত এক ব্যক্তিত্ব। অন্যদিকে কিঞ্জল এই মুহূর্তে শ্রেয়া ঘোষালের সঙ্গীত সফরসঙ্গী। কিঞ্জলের বেশ কয়েকটি গানের কথা ও সুর দিয়েছেন তিনি। সবমিলিয়ে প্রথম থেকেই গোটা বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় প্রথম থেকেই। তবে কলকাতা পুলিশের অদম্য সহযোগিতায় অবশেষে তদন্তকারীদের জালে ধরা দিতে বাধ্য হন সংগীতশিল্পী।
