Wednesday, November 12, 2025

সেনাবাহিনীর হানা, ভেঙে দেওয়া হল মোহনবাগান ক্লাবের মার্চেন্ডাইজ শপ

Date:

Share post:

ভেঙে দেওয়া হল মোহনবাগান ক্লাবের মার্চেন্ডাইজ শপ।
গতবুধবারই সাংবাদিক সম্মেলন করে এই মার্চেন্ডাইজ শপের কথা ঘোষণা করেছিলেন ক্লাব সচিব দেবাশিস দত্ত। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনও অনুমতি না থাকায় ভেঙে দেওয়া হল এই দোকান। এর আগেও ময়দানের বড় ক্লাবগুলি এমন সমস্যায় পড়েছে। নতুন করা কনস্ট্রাকশন ভেঙে দিয়েছে সেনাবাহিনী। এ ক্ষেত্রেও তেমনতাই দেখা গেল।

এদিন গুরু নানকের জন্মদিনের জন্য শুক্রবার ক্লাব বন্ধ ছিল। ফলে এই ঘটনা ক্লাবের কেউই জানতেন না । জানা যাচ্ছে, মার্চেন্ডাইজ শপ এদিন ভেঙে দিয়েছেন সেনাকর্মীরা। শুধু তাই নয়, ক্লাবের আশেপাশের বেশ কিছু ফ্লেক্স এবং ব্যানারও সরানো হয়েছে।

গতবুধবার থেকেই ময়দানের ক্লাব তাঁবুতে চালু হয়েছিল মোহনবাগানের প্রতীক দেওয়া স্মারক, টি-শার্ট, জলের বোতল, কাপ, ছ্যতা-সহ বিভিন্ন স্মারক বিক্রি। প্রত্যেক দিন বিকেল চারটে থেকে সন্ধে সাড়ে ছ’টা পর্যন্ত খোলা থাকার কথা ছিল এই দোকান। মোহনবাগান সচিব নিজে সেই মার্চেন্ডাইজ শপ ঘুরে দেখেছেন। উদ্দেশ্য মোহনবাগানের স্মারক যাতে আগত দর্শনার্থী, সদস্য-সমর্থকরা সংগ্রহে রাখতে পারেন । ভবিষ্যতে মার্চেন্ডাইজের তালিকায় আরও অনেক কিছু যোগ হবে বলেও জানিয়েছিলেন মোহনবাগান সচিব। তবে সেনাবাহিনীর এই পদক্ষেপের পর মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হয় সেটাই দেখার।

বুধবার কার্যকরী কমিটির বৈঠকে ক্লাবের অফিসিয়াল মার্চেন্ডাইজের উন্মোচন করা হয়। এই নিয়ে সচিব দেবাশিস দত্ত বলেছিলেন, ‘‘ বিকেল চারটে থেকে সন্ধ্যা সাড়ে ছ’টা পর্যন্ত ক্লাবের আউটলেট থেকে জিনিসপত্র কেনা যাবে। এরপর আমরা উত্তর ও দক্ষিণ কলকাতায় আউটলেট করার কথা ভাবছি।”

আরও পড়ুন- ফের বিতর্কে টাইসন, রিং-এ নামার আগেই প্রতিপক্ষকে চড় কিংবদন্তি বক্সারের

spot_img

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...