Wednesday, December 17, 2025

ভয়াবহ দূষণে শ্বাসকষ্টে ভুগছে রাজধানী! স্কুল-কলেজে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক

Date:

Share post:

ভয়াবহ বায়ু দূষণে নাজেহাল রাজধানী (Delhi)। রীতিমতো শ্বাসকষ্টে ভুগছেন অধিকাংশ দিল্লিবাসী। বিশেষজ্ঞদের দাবি, বায়ুদূষণের কবলে ধুঁকতে থাকা রাজধানী দিল্লিতে শ্বাস প্রশ্বাস নেওয়ার অর্থ হচ্ছে দিনে ২৫টি সিগারেট খাওয়ার মতো ভয়ানক। রাস্তায় বেরোলেই চোখ জ্বালা। যে কোনও সুস্থ লোকের ফুসফুসে প্রভাব ফেলতে পারে দিল্লির দূষণ- সরাসরি এই আশঙ্কার কথা জানাচ্ছেন দেশ-বিদেশের চিকিত্সফকরা। এই পরিস্থিতিতে শিশুদের ঘরের বাইরে বের না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শুক্রবার থেকে সরকারি স্কুলগুলিতে ক্লাস ফাইভ পর্যন্ত অনলাইন ক্লাস চলছে। এবার দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, বৈশালির বিভিন্ন এলাকায় স্কুল-কলেজে ফেরানো হচ্ছে মাস্কের ব্যবহার নির্দেশ দেওয়া হচ্ছে। সব বয়সের ছাত্রছাত্রীদের মাস্ক ব্যবহার করতেই হবে- বিজ্ঞপ্তি জারি করেছে দিল্লির বহু স্কুল৷ অতিমারির সময় কোভিড থেকে বাঁচতে যে মাস্ক অপরিহার্য হয়ে উঠেছিল, সেই মাস্কই ফের দূষণের হাত থেকে পড়ুয়াদের নিরাপত্তা দিতে ফিরিয়ে আনছে দিল্লি-সহ সংলগ্ন অঞ্চলের স্কুল-কলেজ৷ হরিয়ানা সরকারও ক্লাস ফাইভ পর্যন্ত সাময়িকভাবে স্কুল বন্ধ করার নির্দেশ দিয়েছে।

গত তিন-চারদিনের মতো শনিবারও দিল্লির আকাশ ছিল ধোয়ার চাদরে ঢাকা। এদিন সকালে দিল্লির বায়ুদূষণের মাত্রা গত দু দিনের তুলনায় অনেক বেশি ছিল বলে কেন্দ্রীয় সংস্থা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফে দাবি জানানো হয়েছে৷ সরকারি হিসেবে এদিন সকালে দিল্লির বেশিরভাগ জায়গায় একিউআই ছিল ৪১৮-৪২০-র আশেপাশে, যা অত্যন্ত খারাপ শ্রেণির দূষণের পর্যায়ভুক্ত।

বায়ুদূষণের জেরেই দিল্লির (Delhi) বিভিন্ন প্রান্তে বাড়ছে শ্বাসকষ্টের রোগীর সংখ্যা৷ এদিন সকাল থেকেই দিল্লির বিভিন্ন সরকারি হাসপাতালে দেখা গিয়েছে শ্বাসকষ্ট সমস্যায় ভুগতে থাকা রোগীদের লম্বা লাইন। আগামী কয়েক দিনে দূষণের মাত্রা আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা পরিবেশবিদদের। ফে শ্বাসকষ্ট জনিত রোগীদের পরিষেবা দিতে জরুরি বৈঠকে বসার কথা জানিয়েছে দিল্লি সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ৷ পাশাপাশি রাজধানী দিল্লির বিভিন্ন প্রান্তে অবস্থিত সরকারি ও বেসরকারি অফিসের টাইম টেবিলেও সামান্য পরিবর্তনের কথা জানিয়েছে দিল্লি সরকার৷ এর পাশাপাশি পুরোনো গাড়ি চলাচলের উপরেও কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লি ও সংলগ্ন এলাকায় যাবতীয় নির্মাণকাজের উপরেও জারি করা হয়েছে অনির্দিষ্টকালীন নিষেধাজ্ঞা৷








spot_img

Related articles

ছাত্রীর নকাব টেনে খুললেন নীতীশ! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

চিকিৎসক পড়ুয়ার মুখের নকাব টেনে খোলায় গোটা বিশ্বের সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। প্রাথমিকভাবে এই ঘটনাকে নীতীশের...

ব্যবসায়ী সম্মেলন: ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনায় মুখ্যমন্ত্রী 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোগী ও ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা নিয়ে সরাসরি আলোচনায় বসতে চলেছে রাজ্য। নবান্ন সূত্রে জানা গিয়েছে,...

অস্ট্রেলিয়ায় ইহুদি উৎসবে হামলা চালানো ‘বাবা’ ভারতীয়! জানালো তেলেঙ্গানা পুলিশ

সিডনির বন্ডি বিচে (Bondi Beach) ইহুদিদের হানুক্কা উৎসবে এলোপাথাড়ি গুলিতে অন্তত ১৫ জনের মৃত্যু। এরপরেই শুরু হয় বন্দুকবাজদের...

যুবভারতীর ঘটনার জন্য দায়ী মেসি! বিশৃঙ্খলা নিয়ে বিস্ফোরক গাভাসকর

গত শনিবার যুবভারতীতে মেসি ইভেন্টে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে নানা মুণির নানা মত। এবার বিষয়টি...