হাওড়ায় গভীর রাতে গাড়ি দুর্ঘটনায় চালক-সহ মৃত দুই। শনিবার রাত ১টা নাগাদ শিবপুরের ফোরশোর রোডে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। জানা গিয়েছে, রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রেলারে ধাক্কা মারে গাড়িটি। মৃত্যু হয় দু’জনের। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার নামফলক লাগানো ছিল। যদিও বিধায়কের দাবি, গাড়িটি তাঁর নয়।

দুর্ঘটনার অভিঘাতে গাড়ির সামনের দিকের অংশ ট্রেলারের পিছনে আটকে যায়। যাত্রীরা ভিতরেই আটকে পড়েন।দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে চালক-সহ মোট পাঁচ জন ছিলেন বলে জানা গিয়েছে। সকলেই চালকের আত্মীয়। দুর্ঘটনার খবর পেয়ে শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। তুবড়ে যাওয়া গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করে পুলিশ। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজও দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
href=”https://shrachibardhaman.com/”>

