Sunday, November 9, 2025

ভূমিহীনদের জন্য ২ কাঠা করে জমি! মানবিক মুখ্যমন্ত্রীর যুগান্তকারী সিদ্ধান্তে খুশি উপভোক্তারা

Date:

Share post:

রাজ্যের মা-মাটি-মানুষের সরকার যে সর্বদা মানুষের জন্য চিন্তা করে, তা ফের একবার স্পষ্ট হল মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সিদ্ধান্তে। কেন্দ্রের একের পর এক বঞ্চনার পরও আবাস যোজনায় (Awas Yojana) একক প্রচেষ্টায় বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা করেছে রাজ্য সরকার। এবার তৃণমূল সরকার সিদ্ধান্ত নিল ভূমিহীন আবাস যোজনার উপভোক্তাদের জমি (land) দান করার। সেই জমিতেই গড়ে উঠবে আবাস যোজনার বাড়ি।

রাজ্যে আবাস যোজনা (Awas Yojana) উপভোক্তাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন, যাঁদের বাড়ি তৈরি করার জন্য জায়গা নেই। জায়গার অভাবে তাঁরা বাড়ি করতে পারছেন না। তাঁদের জন্য এবার বিরাট সুখবর নিয়ে এল রাজ্য সরকার। রাজ্য এবার ভূমিহীনদের জমি দেবে, আবার সেই জমিতে বাড়িও তৈরি করে দেবে।
সম্প্রতি নবান্ন সিদ্ধান্ত নিয়েছে, একজন উপভোক্তাকে সর্বাধিক দুই কাঠা করে জমি দেওয়া হবে। আবাস যোজনায় উপভোক্তাদের টাকা দেওয়ার পাশাপাশি, ভূমিহীনদের ভূমিদানের পরিকল্পনা বাস্তবায়িত করার উদ্যোগও নেওয়া হয়েছে।

বিগত আড়াই বছর ধরে কেন্দ্রের বঞ্চনা শিকার বাংলা। মোদি সরকার বাংলাকে বাড়ি তৈরির টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার নিজেই সাধারণ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়ার পরিকল্পনা করেছে।

আসন্ন ডিসেম্বরের মধ্যেই ১১ লাখ মানুষকে পাকা বাড়ি তৈরি করে দেওয়ার জন্য ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সমীক্ষা। স্বচ্ছতা মেনেই তালিকা প্রস্তুত করে শুরু হবে প্রথম কিস্তির টাকা প্রদানের কাজ। আবাস যোজনার এই কাজের তদারকিতেই সামনে আসে, অনেকেই জায়গার অভাবে বাড়ি তৈরি করতে পারছেন না। তখনই সিদ্ধান্ত নেওয়া হয়, যাদের কোনও জমি নেই, তাদের দু’কাঠা করে জমি দেওয়া হবে। যাঁদের জমি নেই এমন উপভোক্তাদের নাম, ঠিকানা-সহ প্রয়োজনীয় তথ্য জেলাশাসক ও ডিএলআরও-দের (DLRO) কাছে জমা দেওয়ার কথা বলা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, খাস জমিতে সরকার তাঁদের বাড়ি তৈরি করে দেবে।

spot_img

Related articles

ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোক! SIR-আতঙ্কে মৃত্যু এবার BLO-র

কারো নাম নেই ভোটার তালিকায়, কারো পরিচয়ে ভুল। এই সব আতঙ্কে যখন রাজ্যে একের পর এক সহনাগরিকদের মৃত্যু...

সংকটে ভারতীয় ফুটবল, কঠিন সময়ে সরব হলেন ইস্টবেঙ্গলের দুই তারকা

ভারতীয় ফুটবলে বিপণন করার কেউ নেই।দেশের সর্বোচ্চ লিগ না হলে একেবারে তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবল ক্ষতিগ্রস্ত হবে।...

কীভাবে দত্তাবাদে খুন স্বর্ণ ব্যবসায়ী: এবার তদন্তে গোয়েন্দা বিভাগ

পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা। সোনার ব্যবসা করতেন নিউটাউনের দত্তাবাদে। দেহ পাওয়া গেল যাত্রাগাছির কাছে। খুনে নাম জড়ালো জলপাইগুড়ির...

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...