Monday, November 10, 2025

মঙ্গলেও বিষাক্ত রাজধানীর বাতাস, এয়ার কোয়ালিটি ইনডেক্স ৫০০ ছুঁইছুঁই!

Date:

Share post:

দিল্লিতে আজ সর্বোচ্চ দূষণ দূষণ! সকাল থেকে ধোয়াঁশার চাদরে ঢেকে রয়েছে রাজধানী দিল্লি এবং সংলগ্ন এলাকা। দূষণ নিয়ন্ত্রণের চতুর্থ স্তরের (সর্বোচ্চ) পদক্ষেপ করা সত্ত্বেও মঙ্গলবার সকালে বাতাসের গুণমান সূচক (AQI ) ৪৯৪ পর্যন্ত পৌঁছে গিয়েছে। পরিস্থিতি ‘অতি ভয়ানক’ বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

পুরু ধোয়াশার স্তরে দিল্লিতে যানবাহন চলাচলের সমস্যা হচ্ছে। ইতিমধ্যেই স্কুল কলেজে অফলাইন ক্লাস বন্ধ রাখা হয়েছে। অনলাইন ক্লাস দিল্লি ও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়েও (JNU) । দৃশ্যমানতা কম থাকায় দিল্লির ট্রেন পরিষেবাও কিছুটা বিঘ্নিত হয়েছে। অন্তত ২২টি ট্রেন দেরিতে চলছে এবং ৯টি ট্রেন বাতিল করা হয়েছে। দিল্লি, অমৃতসর এবং চণ্ডীগড়ে বিমান দেরিতে চলার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সকালে রাজধানী ও সংলগ্ন আনন্দ বিহার, অশোক বিহার, ধ্যানচাঁদ স্টেডিয়াম, জাহাঙ্গিরপুরী-সহ বেশির ভাগ পর্যবেক্ষণ কেন্দ্রে বাতাসের গুণমানের সূচক ৫০০ অতিক্রম করে গিয়েছে। দিল্লি প্রশাসন যতই প্রয়োজনীয় পদক্ষেপ করার দাবি করুক না কেন , রাজধানী গ্যাস চেম্বার হয়ে ওঠার নেপথ্যে অবশ্য কেন্দ্রকেই দুষেছেন দিল্লির মুখ্যমন্ত্রী (Delhi CM) অতিশী। প্রধানমন্ত্রী কেন এই নিয়ে কোন মন্তব্য করছেন না তার বিরুদ্ধে তো দেগেছেন তিনি। গত কয়েক বছরে দূষণ নিয়ন্ত্রণে কেন্দ্র সরকার যে কোন পদক্ষেপ করেনি তাও উল্লেখ করেছেন আপ- নেত্রী (AAP leader)। বায়ু দূষণে মেডিকেল এমার্জেন্সি জারি রাজধানীতে। আদালতকে না জানিয়ে চতুর্থ স্তরের নিয়ন্ত্রণবিধি শিথিল করা যাবে না বলেও নির্দেশও দিয়ে রেখেছে সুপ্রিম কোর্ট (SC)।

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...