বাসের মধ্যে গন্ডগোলের জেরে উত্তপ্ত শিয়ালদহ স্টেশন চত্বর। ভাঙচুর চালানো হলো পুলিশ কিয়স্কে। চলন্ত বাসে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ ওঠায় বাসযাত্রীরা বিশ্বকর্মা সাউ নামে এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে শিয়ালদহ স্টেশনের (Sealdah Station) পাশে ট্রাফিক গার্ডের হাতে তুলে দেন। বিবি গাঙ্গুলী স্ট্রিটের সেই বাসিন্দাকে পুলিশ কিয়স্কে বসিয়ে রাখা হয়। খবর ছড়িয়ে পড়তেই অভিযুক্তের আত্মীয়রা সেখানে ভিড় জমাতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই ওই ব্যক্তির চেনা পরিচিতরা বাঁশ দিয়ে বেলেঘাটা রোডে ট্রাফিক পুলিশের ওই কিয়স্ক ভাঙচুর করে বলে অভিযোগ।

ঘটনার জেরে রীতিমতো উত্তেজনা ছড়ায়। যাঁদের কাজ সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া সেই পুলিশের নিরাপত্তা কোথায়, প্রশ্ন তুলতে শুরু করেছেন নিত্যযাত্রীরা। কীভাবে দিনেদুপুরে শিয়ালদহ স্টেশন লাগোয়া পুলিশ কিয়স্কে এমন ভাঙচুর হল, নজরদারি কেন ছিল না, পুলিশ পালটা কোনও পদক্ষেপ কেন নিল না? এসব প্রশ্নও উঠছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে মুচিপাড়া থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে কর্তব্যরত অবস্থায় ট্রাফিক পুলিশকে বাধাদান, হামলা-সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে বলে খবর।
