Sunday, November 9, 2025

ব্রাত্যর নাটক নিয়ে সৃজিতের ছবি! মুখ্য চরিত্রে ঋত্বিক- পরমব্রত 

Date:

Share post:

‘টেক্কা’র সাফল্যের পর ডিসেম্বরে ফেলুদা মুক্তি নিয়ে খুব ব্যস্ত জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। তার সঙ্গে আবার রয়েছে ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর কাজ। এর মাঝেই জানা গেল নিজের আগামী ছবির জন্য নাটকের উপর নির্ভর করতে চলেছেন ‘দশম অবতার’ নির্দেশক। সৃজিত তাঁর আগামী সিনেমা করবেন ব্রাত্য বসুর (Bratya Basu) ‘উইঙ্কল টুইঙ্কল’ নাটক অবলম্বনে। ২০২৩ সালের মাঝামাঝিই শোনা গিয়েছিল যে পরিচালক এই নাটকের রাইটস নিতে পারেন। এবার পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পথে। মুখ্য চরিত্রে ঋত্বিক চক্রবর্তী (Ritwick Chakraborty) এবং পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) থাকবেন বলেই ইন্ডাস্ট্রিতে খবর।

নাটক নিয়ে বড় পর্দায় কাজ নতুন কিছু নয়। আর সৃজিত মুখোপাধ্যায় মানেই চ্যালেঞ্জিং বিষয়কে নিজের স্টাইলে দর্শকের কাছে পৌঁছে দেওয়া। পলিটিক‌্যাল ফ‌্যান্টাসি ঘরানার ‘উইঙ্কল টুইঙ্কল’ নিয়েও সেরকমই ভাবনা চিন্তা চলছে। নাটক মঞ্চে বাবা ‘সব‌্যসাচী’র চরিত্রে ছিলেন দেবশঙ্কর হালদার। সিলভার স্ক্রিনে থাকবেন ঋত্বিক চক্রবর্তী। ‘ইন্দ্র’র চরিত্রে পরমব্রত চট্টোপাধ্যায়ের অভিনয়ের সম্ভাবনা রয়েছে। একদিকে পরমের সঙ্গে ‘দ্বিতীয় পুরুষ’-এ প্রায় চার বছর পরে সৃজিত কাজ করতে চলেছেন। আবার অন্যদিকে, ঋত্বিক ‘ভিঞ্চিদা’ এবং ‘সত্যি বলে সত্যি কিছু নেই’-এর পরে ফের চেনা পরিচালকের হাত ধরেই বড় পর্দায় ধরা দেবেন। নাটকটি যাঁরা পড়েছেন তাঁরা জানেন, এই গল্পে এক রাজনৈতিক কর্মীর হঠাৎ করে উধাও হয়ে যাওয়া এবং প্রায় দু দশক পর ফিরে এসে নতুন পৃথিবীকে চেনার নানা প্রেক্ষাপট ধরা দিয়েছে। ব্রাত্য বসুর লেখা এই নাটক পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ক্যানভাসে কতটা শৈল্পিক হয়ে উঠতে পারে এখন সেটাই দেখার। জানুয়ারিতেই এই ছবির শুটিং শুরু হতে চলেছে।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...