২০২২ সালে ৩০ ডিসেম্বর ভয়াবয় গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। সেই সময় পন্থকে রক্ষা করেছিলেন দুই যুবক। সেই দুই যুবক পন্থকে রক্ষা না করলে প্রাণসংশয় হতে পারত তাঁর। পন্থকে উদ্ধার করেছিলেন রজত কুমার ও নিশু কুমার নামের দুই যুবক। সেই দুই যুবক পন্থকে রক্ষা করে হাসপাতালে নিয়ে যান । সেই দুই যুবকে দু’টি স্কুটার উপহার দিয়েছেন ভারতীয় ক্রিকেটার। আর সেই ভিডিও এবার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় তাঁদের সেই স্কুটার চালানোর ভিডিও ভাইরাল। দুই যুবককে ধন্যবাদও জানিয়েছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। পন্থ লেখেন, “আমি হয়তো প্রত্যেককে আলাদা করে ধন্যবাদ জানাতে পারছি না, কিন্তু দু’জনের কথা আমি বলতে চাই। দুর্ঘটনার পর ওঁরা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। রজত ও নিশুকে ধন্যবাদ। আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব।“

গাড়ি দুর্ঘটনার পর ২০২৪ আইপিএল থেকে মাঠে ফিরেন পন্থ। ২০২৪ টি-২০ বিশ্বকাপেও টিম ইন্ডিয়ার হয়ে গুরুত্বপুর্ন ইনিংস খেলেন তিনি। এই মুহুর্তে বর্ডার-গাভাস্কর ট্রফিতে ব্যস্ত ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার।

আরও পড়ুন- পারথে ব্যাট হাতে দাপট যশস্বীর, গড়লেন একাধিক রেকর্ড
