দমন দিউতে অনুষ্ঠিত ৬৮ তম ন্যাশনাল টেবিল টেনিস অনূর্ধ্ব ১৭ প্রতিযোগিতায় বাংলা দলের শিলিগুড়ির ছেলে দেবরাজ ভট্টাচার্য সোনার পদক এবং উত্তর চব্বিশ পরগনার মেয়ে দীপান্বিতা সাহা রুপোর পদক জিতল।বাংলার মেয়েরা দলগত চ্যাম্পিয়ন ।

বিজন সরকার ,ভাইস প্রেসিডেন্ট ও কনভেনর পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদ বলেন, খেলোয়াড়দের এবং কোচ ম্যানেজারদের অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়ের আন্তরিক তত্বাবধানে এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সহযোগিতায় এই সাফল্য ।
