Saturday, December 20, 2025

চিকিৎসকদের সঙ্গে সমন্বয়ে শনিবার আমতলায় ‘ডক্টর্স সামিট ২০২৪’, প্রধান বক্তা অভিষেক

Date:

Share post:

সাম্প্রতিক ঘটনায় চিকিৎসকদের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে ‘সমন্বয়’ বৈঠকে বসছেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার আমতলায় আয়োজিত হচ্ছে ‘ডক্টর্স সামিট ২০২৪’। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের একাধিক বিষয় নিয়ে সমন্বয় সভা থেকে কথা বলবেন ডায়মন্ড হারবারের সাংসদ। 

নিজের লোকসভা এলাকা বরাবরই অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন অভিষেক। কোভিড থেকে আমফান, যশ- সব সময় সাংসদকে সক্রিয়ভাবে পাশে পান ডায়মন্ড হারবারের মানুষ। চিকিৎসকদের আন্দোলনের পর এই প্রথম প্রায় হাজার চিকিৎসকের মুখোমুখি হবেন অভিষেক। স্বাস্থ্যক্ষেত্রের একাধিক বিষয় নিয়ে সমন্বয় সভা থেকে কথা বলবেন অভিষেক। শনিবার, প্রতিটি মেডিক্যাল কলেজ থেকে আমতলায় বাসে যাবেন চিকিৎসকরা। হাওড়া-শিয়ালদহ স্টেশন থেকেও বাস ছাড়বে। আমন্ত্রিত চিকিৎসকদের জন্য আলাদা প্রবেশপত্র থাকছে। মডার্ন মেডিসিন, আয়ুষ মিলিয়ে বাংলার প্রায় হাজার চিকিৎসকের সভায় যোগদানের সম্ভাবনা।

আগামী বছর থেকে ডায়মন্ড হারবারের ৭টি বিধানসভায় চিকিৎসা শিবিরের আয়োজন করা হবে। প্রতিটি বিধানসভায় ১০ দিন ধরে স্বাস্থ্য শিবিরের করা পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৭দিন থারবেন জেনারেল মেডিসিনের চিকিৎসকরা। তিনদিন থাকতে পারেন সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসকেরা। স্বাস্থ্য শিবিরের মাধ্যমে ‘চলমান-হাসপাতাল’ পরিষেবা পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রক্ত পরীক্ষা, পোর্টেবল ইসিজি পরিষেবা দেওয়ার ভাবনা আছে।

কোভিডের সময় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেকের (Abhishek Banerjee) উদ্যোগে ‘ডক্টর্স অন হুইলস’ কর্মসূচি পালিত হয়। রাজনৈতিক মহলের মতে, স্বাস্থ্য় ব্যবস্থায় অভিষেকের ‘ডায়মন্ড হারবার’ মডেল আরও একবার নজর কাড়বে।








spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...