Monday, August 25, 2025

বৈঠক ছেড়ে গ্রামের বাড়িতে শিণ্ডে! ‘ঘোষণা’র চমক শিবসেনার

Date:

Share post:

দিল্লিতে অমিত শাহর বৈঠক শেষে মহাযুতী জোটে (Mahayuti) ‘সব কিছু ঠিক আছে’ দাবি করলেও আদতে যে কিছুই ঠিক নেই নিজেই প্রমাণ করে দিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাত শিন্ডে (Eknath Shinde)। মুখ্যমন্ত্রী পদ নিয়ে অসন্তোষের জেরে জোটের বৈঠকেই যোগ না দেওয়ার সিদ্ধান্ত শিণ্ডের। যদিও বৈঠক ভেস্তে যাওয়া নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজেপি শিবির।

একই সঙ্গে বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছিল ঝাড়খণ্ড (Jharkhand) ও মহারাষ্ট্র (Maharashtra)। বিপুল সংখ্যা গরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারল না বিজেপি নেতৃত্বাধীন মহাযুতী (Mahayuti) জোট। অথচ বৃহস্পতিবার শপথ নিয়ে প্রশাসনিক কাজ শুরু করে দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Jemant Soren)। শিবসেনা উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউতের (Sanjay Raut) কটাক্ষ, বিজেপির এত বেশি আসন, তা সত্ত্বেও মোদি-শাহর কথা কেউ শুনছে না মহারাষ্ট্রে।

বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে বৈঠক করেন অমিত শাহ। বৈঠক শেষে একনাথ শিণ্ডে দাবি করেন আলোচনা ইতিবাচক। মুম্বইতে (Mumbai) দ্বিতীয় বৈঠকেই ঘোষণা হবে মুখ্যমন্ত্রীর নাম। অথচ সেই দ্বিতীয় বৈঠকের আগেই গ্রামের বাড়ি চলে গেলেন শিণ্ডে (Eknath Shinde)। যার জন্য বাতিল হয়ে গেল মুম্বইয়ের বৈঠক। শিণ্ডে অনুগামী শিবসেনা নেতাদের দাবি, মুখ্যমন্ত্রিত্ব মিলবে না বুঝে স্বরাষ্ট্র মন্ত্রীর (Home ministry) পদ হাতে রাখতে চেয়েছিল শিবসেনা (Shivsena)। একদিকে শিণ্ডের ‘সাধারণ মানুষ’ ইমেজে ভর করে মহাযুতীর ভোটে জয়। তার উপর কোটা আন্দোলনও একা সামলেছেন শিণ্ডে। এরপরে তাঁকেই ‘সাইডলাইন’ (sideline) করে দেওয়া কিছুতেই মানবেন না দলের কর্মীরা। শনিবারই শিবসেনা বড় ঘোষণা করবে বলে দাবি দলের নেতা-কর্মীদের। যদিও এখনও নীরব বিজেপি শিবির বা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী দেবেন্দ্র ফাড়নবিশ।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...