Saturday, November 1, 2025

বৈঠক ছেড়ে গ্রামের বাড়িতে শিণ্ডে! ‘ঘোষণা’র চমক শিবসেনার

Date:

Share post:

দিল্লিতে অমিত শাহর বৈঠক শেষে মহাযুতী জোটে (Mahayuti) ‘সব কিছু ঠিক আছে’ দাবি করলেও আদতে যে কিছুই ঠিক নেই নিজেই প্রমাণ করে দিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাত শিন্ডে (Eknath Shinde)। মুখ্যমন্ত্রী পদ নিয়ে অসন্তোষের জেরে জোটের বৈঠকেই যোগ না দেওয়ার সিদ্ধান্ত শিণ্ডের। যদিও বৈঠক ভেস্তে যাওয়া নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি বিজেপি শিবির।

একই সঙ্গে বিধানসভা নির্বাচনে অংশ নিয়েছিল ঝাড়খণ্ড (Jharkhand) ও মহারাষ্ট্র (Maharashtra)। বিপুল সংখ্যা গরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও মহারাষ্ট্রে এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী নির্বাচন করতে পারল না বিজেপি নেতৃত্বাধীন মহাযুতী (Mahayuti) জোট। অথচ বৃহস্পতিবার শপথ নিয়ে প্রশাসনিক কাজ শুরু করে দিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Jemant Soren)। শিবসেনা উদ্ধব শিবিরের নেতা সঞ্জয় রাউতের (Sanjay Raut) কটাক্ষ, বিজেপির এত বেশি আসন, তা সত্ত্বেও মোদি-শাহর কথা কেউ শুনছে না মহারাষ্ট্রে।

বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে বৈঠক করেন অমিত শাহ। বৈঠক শেষে একনাথ শিণ্ডে দাবি করেন আলোচনা ইতিবাচক। মুম্বইতে (Mumbai) দ্বিতীয় বৈঠকেই ঘোষণা হবে মুখ্যমন্ত্রীর নাম। অথচ সেই দ্বিতীয় বৈঠকের আগেই গ্রামের বাড়ি চলে গেলেন শিণ্ডে (Eknath Shinde)। যার জন্য বাতিল হয়ে গেল মুম্বইয়ের বৈঠক। শিণ্ডে অনুগামী শিবসেনা নেতাদের দাবি, মুখ্যমন্ত্রিত্ব মিলবে না বুঝে স্বরাষ্ট্র মন্ত্রীর (Home ministry) পদ হাতে রাখতে চেয়েছিল শিবসেনা (Shivsena)। একদিকে শিণ্ডের ‘সাধারণ মানুষ’ ইমেজে ভর করে মহাযুতীর ভোটে জয়। তার উপর কোটা আন্দোলনও একা সামলেছেন শিণ্ডে। এরপরে তাঁকেই ‘সাইডলাইন’ (sideline) করে দেওয়া কিছুতেই মানবেন না দলের কর্মীরা। শনিবারই শিবসেনা বড় ঘোষণা করবে বলে দাবি দলের নেতা-কর্মীদের। যদিও এখনও নীরব বিজেপি শিবির বা মুখ্যমন্ত্রী পদপ্রার্থী দেবেন্দ্র ফাড়নবিশ।

spot_img

Related articles

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...