Monday, August 25, 2025

মহারাষ্ট্রে শপথের মঞ্চ প্রস্তুত! হাসপাতাল, ফোনে দর বাড়ানোর কৌশলে শিণ্ডে

Date:

Share post:

একদিকে বাঁশ ত্রিপল বাঁধা হচ্ছে মহারাষ্ট্রের (Maharashtra) মুখ্যমন্ত্রীর শপথের। হাতে মাত্র একদিন। অথচ এখনও প্রকাশিত হয়নি মুখ্যমন্ত্রীর নাম! অতি আত্মবিশ্বাসী বিজেপি জোটে জট হয়ে দাঁড়িয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডে (Eknath Shinde)। মঙ্গলবার দিনভর নানাভাবে নজর টানার চেষ্টা করলেও আদতে বিজেপি যে তাঁর কথায় পাত্তা দেবে না, তা হয়তো বুঝে গিয়েছেন শিণ্ডে। তবে জোটে যাতে তার প্রভাব না পড়ে তার জন্যও কসুর করছেন না দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis)। শিণ্ডের ফোন পেয়ে তাঁর বাড়িতে দেখা করতে চলে যান ফাড়নবিশ।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না হলেও ৫ ডিসেম্বর যে মুখ্যমন্ত্রীর শপথ তা নিয়ে মহাযুতীর (Mahayuti) কোনও শরিকের মধ্যে আর কোনও সংশয় নেই। ফলে মঙ্গলবার দিনভর একের পর এক বৈঠক বিজেপি, এনসিপি (অজিত গোষ্ঠী) ও শিবসেনা শিণ্ডে গোষ্ঠীর। তারই মধ্যে সদ্য অসুস্থতা সারিয়ে ওঠা একনাথ শিণ্ডে মঙ্গলবারই মুম্বইয়ের জুপিটার হাসপাতালে রুটিন শারীরিক পরীক্ষার জন্য যান। সেখানেই তিনি জানান তাঁর শরীর এখন সুস্থ। এরপরই তিনি সরকারি অনুষ্ঠানের প্রস্তুতিতে ভিডিও কনফারেন্স করেন। স্পষ্টত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে নিজেকে সবথেকে দায়িত্বশীল প্রমাণ করার চেষ্টা এখনও জারি রেখেছেন শিণ্ডে তা এদিনও প্রমাণিত।

অন্যদিকে দিল্লি থেকে এদিন মুম্বই ফেরেন এনসিপি নেতা অজিত পাওয়ার (Ajit Pawar)। শহরের একটি হোটেলে বৈঠক করেন দলীয় নেতাদের সঙ্গে। আবার বিজেপিও মুখ্যমন্ত্রীর শপথ অনুষ্ঠান নিয়ে জরুরি বৈঠক করে মঙ্গলবারই। রাজনৈতিক সূত্রে খবর, এদিন ফাড়নবিশকে ফোনও করেন শিণ্ডে। সন্ধ্যায় শিণ্ডের বাড়িতে মান ভাঙাতে যান ফাড়নবিশ। যদিও মঙ্গলবার সন্ধ্যার মধ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নাম প্রকাশ্যে আনার দাবি জানালেও তা সম্ভব হয়নি বিজেপি জোটের পক্ষে।

সূত্রের খবর, উপমুখ্যমন্ত্রী পদের জন্য রাজি হয়ে যান শিণ্ডে। মহারাষ্ট্রের আরেক উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন অজিত পাওয়ার। মুখ্যমন্ত্রী পদে প্রত্যাবর্তন হতে চলেছে ফাড়নবিশের। অন্তত ২০টি মন্ত্রিত্ব থাকতে চলেছে বিজেপির (BJP) হাতে। শিবসেনাকে (Shivsena) সন্তুষ্ট হতে হবে ১২ মন্ত্রীতে। অন্যদিকে এনসিপি (NCP) পেতে পারে ১০টি মন্ত্রিত্ব।

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...