Monday, November 3, 2025

ক্রীড়াবিদদের অনন্য সম্মান বাংলায়, প্রস্তুত সরকারি চাকরির মঞ্চ

Date:

Share post:

রাজ্যের ক্রীড়াবিদদের সরকারি চাকরি দিয়ে স্বীকৃতি দেওয়ার জন্য যে উদ্যোগ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিয়েছেন তা এক কথায় নজিরবিহীন। প্রয়োজনে রাজ্যের আইনে সংশোধন করে চাকরির পথ তৈরির নির্দেশ ছিল তাঁর। সেই মতো এবার রাজ্যের পুলিশ ও প্রশাসনিক স্তরে পদক জয়ী ক্রীড়াবিদদের নিয়োগের সব প্রস্তুতি সেরে ফেলল রাজ্য সরকার। কোন পদে নিয়োগ তারও তালিকা প্রকাশিত হল।

পদক প্রাপকদের কলকাতা পুলিশে ডি এস পি (DSP) থেকে এস আই (SI), এ এস আই (ASI) এবং প্রশাসনিক সংস্কার বিভাগে সেকশন অফিসার পর্যন্ত বিভিন্ন পদে নিয়োগের ব্যবস্থা করা হয়েছে বলে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন। বিধানসভার বুধবার এক প্রশ্নের উত্তরে ক্রীড়া মন্ত্রী জানান অলিম্পিক (Olympics) থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদকজয়ী ক্রীড়া ব্যক্তিত্বদের নিয়োগ করা হচ্ছে মুখ্যমন্ত্রীর নির্দেশে। ইতিমধ্যে বিভিন্ন পদকজয়ী ক্রীড়াবিদদের মধ্য থেকে ৭৪ টি যোগ্য দরখাস্ত (application) জমা পড়েছে এর মধ্যে ৩৮ জনের দরখাস্ত সংবলিত ফাইল ক্রীড়া দপ্তরের (Department of Sports and Youth Affairs) সুপারিশসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। বাকি ৩৬ জনের দরখাস্তগুলিও প্রক্রিয়ার মধ্যে রয়েছে বলে তিনি জানান।

উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্রীড়াবিদদের সরকারি চাকরি দিতে নতুন আইন আনার কথা ঘোষণা করেছেন। ওই আইন তৈরি হলে আগ্রহী ক্রীড়াবিদেরা সরাসরি সরকারি চাকরিতে যোগ করতে পারবেন। মুখ্যমন্ত্রী জানিয়েেছেন ‘‘জঙ্গলমহল কাপ, সৈকত কাপ, রাঙামাটি কাপ, সুন্দরবন কাপ, হিমাল তরাই-ডুয়ার্স কাপ-সহ বিভিন্ন প্রতিযোগিতা আমরা করি। যারা রানার্স আর চ্যাম্পিয়ন হয়, তাদের আমরা পুলিশে চাকরি দিই। ইতিমধ্যেই আমরা প্রায় ৪৩০০ জন খেলোয়াড়কে চাকরি দিয়েছি।’’

ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি (Nausad Siddiqui) ভাঙ্গরের উদিয়মান ক্রীড়াবিদদের প্রশিক্ষণের জন্য অ্যাকাডেমি গঠনের কথা বললে মন্ত্রী অরুপ বিশ্বাস (Aroop Biswas) জানান সব জায়গায় একাডেমি সম্ভব নয়। তবে রাজ্য সরকার ক্রীড়াবিদদের স্বার্থে যথাযথ ব্যবস্থা করছে। তাদের থাকা,খাওয়া, প্রশিক্ষণের ব্যবস্থা করছে।

 

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...