Monday, November 10, 2025

গড়ে ওঠেনি পরিকাঠামো, ‘শ্রী’ হারিয়েছে জাতীয় ক্রীড়া উৎকর্ষ কেন্দ্র

Date:

Share post:

অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনের পর ফুটবলের সর্বিক উন্নয়নে জমি অধিগ্রহণ করে শুরু হয়েছিল উৎকর্ষ কেন্দ্র গড়়ে তোলার কাজ। রাজ্য সরকার সবরকম সহায়তা করলেও এআইএফএফ উৎকর্ষ কেন্দ্রের উৎকর্ষ বাড়াতে ব্যর্থ হয়েছে। আজ পর্যন্ত ফুটবলের মানোন্নয়নে কোনও সদর্থক উদ্যোগ নিতে পারেনি তারা। ফুটবল গ্রাউন্ডে অনুশীলন ছাড়া উৎকর্ষ কেন্দ্রের অন্য কোনও পরিকাঠামো এখনও তৈরি হয়নি। কার্যত অব্যবহৃত হয়ে পড়ে রয়েছে কক্ষগুলি। ইন্ডোরের কোনও পরিকাঠামোই নেই জাতীয় ক্রীড়া  উৎকর্ষ কেন্দ্রে।

নিউটাউনের উৎকর্ষ কেন্দ্র নিয়ে গালভরা ক্রীড়া উন্নয়নের বুলি আওড়েছিল এআইএফএফ। আধুনিকমানের অনুশীলন কেন্দ্র থেকে শুরু করে ইয়ুথ ডেভেলপমেন্টের যাবতীয় সরঞ্জাম থাকবে। কিন্তু ১৫ একর জমি অধিগ্রহণই সার হয়েছে। ক্রীড়া উৎকর্ষ কেন্দ্রই তৈরি হয়নি। সেইসঙ্গে স্পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার (সাই) হাতে তুলে দেওয়া বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন অবহেলায়-অনাদরে আগাছার স্তূপে পরিণত হয়েছে। তা নিয়ে এদিন বিধানসভা থেকে কেন্দ্রের দিকে সরাসরি আঙুল তোলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি বলেন, নিউটাউনে জাতীয় ক্রীড়া  উৎকর্ষ কেন্দ্রেরও অনুরূপ অবস্থা। কিছুই করেনি ভারতের ফুটবল ফেডারেশন।

নিউটাউনে জাতীয় ক্রীড়া উৎকর্ষ কেন্দ্র গড়ে তুলতে এআইএফএফ ২০১৮ সালের জুনে জমি অধিগ্রহণ করেছিল। অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ আয়োজনের পর ফুটবলের সর্বিক উন্নয়নে জমি অধিগ্রহণ করে শুরু হয়েছিল উৎকর্ষ কেন্দ্র গড়়ে তোলার কাজ। কিন্তু ১৫ একর জমিতে উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হয়নি। ৬০০ থেকে ৭৫০ কোটি টাকা মূল্যের জমির একাংশে শুধু অনুশীলনই হয়, কিন্তু উৎকর্ষ কেন্দ্র খাঁ খাঁ করছে। আধুনিকীকরণ তো দূরস্ত, পরিকাঠামো গড়ে তোলার কাজ সে অর্থে এগোয়নি।

আরও পড়ুন- রোহিতদের অনুশীলনে ব্যাঘাত, সমর্থকদের প্রবেশ নিষিদ্ধ করল বিসিসিআই

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...