আইসিসি টেস্ট ব্যাটারদের র্যঙ্কিং-এ ধাক্কা খেল যশস্বী জসওয়াল-বিরাট কোহলিরা। আজ প্রকাশিত হয়েছে আইসিসি টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিং-এর তালিকা। সেখানে দেখা যাচ্ছে, র্যাঙ্কিং-এ পিছিয়ে গিয়েছেন বিরাট-যশস্বি। দ্বিতীয় স্থান হারাতে হয়েছে যশস্বীকে । র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছেন বিরাটও।

চলছে ইংল্যান্ড- নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ। সেই সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতে বদলে গিয়েছে টেস্ট র্যাঙ্কিং। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য সেঞ্চুরি করে ইংল্যান্ডের হ্যারি ব্রুক সোজা উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। এক নম্বরে ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। তৃতীয় স্থানে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। চতুর্থ স্থানে যশস্বী। তাঁর রেটিং পয়েন্ট ৮২৫। পারথে সেঞ্চুরি করার পরও পিছিয়ে পড়তে হল বিরাট কোহলিকেও। তিনি এক ধাপ পিছিয়ে আপাতত রয়েছেন ১৪ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৬৮৯। ভারতীয়দের মধ্যে প্রথম দশে রয়েছেন একমাত্র ঋষভ পন্থ। তিনি আগের মতোই ষষ্ঠ স্থানে রয়েছেন। পন্থের রেটিং পয়েন্ট ৭৩৬। তরুণ ব্যাটার শুভমান গিলও একধাপ নেমে গিয়েছেন ১৮তম স্থানে। তার রেটিং পয়েন্ট ৬৭৩।


এদিকে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি টেম্বা বাভুমার। টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম ১০ জনের মধ্যে চলে এসেছেন বাভুমা।

আরও পড়ুন- রোহিতদের অনুশীলনে ব্যাঘাত, সমর্থকদের প্রবেশ নিষিদ্ধ করল বিসিসিআই

