আজ শীর্ষ আদালতে ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি

Supreme Court

আজ সুপ্রিম কোর্টে (Supreme Court)২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি হতে চলেছে। এদিন দুপুর বারোটা নাগাদ প্রধান বিচারপতি সঞ্জীব খান্না (Sanjib Khanna) এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে শুনানি হবে বলে খবর। এর আগে নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্ট ২৬ হাজার শিক্ষা কর্মীর চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিলেন তাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা চলছে।

তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ হাই কোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল। আজ সেই মামলার শুনানি হওয়ার কথা। কী হতে চলেছে ২৬ হাজারের ভবিষ্যৎ সেদিকে নজর থাকবে আজ।