বিধানসভার শীতকালীন অধিবেশনে (winter session) এবারে একাধিক গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনার পরিকল্পনা রয়েছে। ইতিমধ্যেই রাজ্য তথা দেশের জন্য গুরুত্বপূর্ণ একাধিক বিল (bill) নিয়ে প্রশ্নোত্তর পর্ব চলেছে। বাকি রয়েছে আরও বেশ কিছু বিল নিয়ে আলোচনা ও পাশ করা। পরিস্থিতির প্রয়োজনে এবার একদিন বাড়ানো হল বিধানসভার (West Bengal Assembly) অধিবেশনের মেয়াদ।

এবছর শীতকালীন অধিবেশন শুরু হয়েছে ২৫ নভেম্বর থেকে। শেষ হওয়ার কথা ১০ ডিসেম্বর। বুধবার বিজনেস অ্যাডভাইজারি কমিটির (Business Advisory Committee) বৈঠক হয়। সেখানে উঠে আসে একাধিক বিষয়ে আলোচনা-সহ দু’একটি বিল আনার সম্ভাবনার কথা। তাই শীতকালীন অধিবেশন (winter session) আরও একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে। ফলে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত চলবে বিধানসভার এই অধিবেশন। সব বিধায়করাই রোজ উপস্থিত থাকবেন।
