তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ক্যালিফোর্নিয়া ( earthquake in California)। উত্তর উপকূলের কাছাকাছি ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে USGS সূত্রে জানা গেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার হুমবোল্ট কাউন্টির ফার্নডেল শহরের কাছাকাছি। আতঙ্ক ছড়িয়েছে সান ফ্রান্সিসকোতেও। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বা প্রাণহানির সংখ্যা জানা যায়নি।

চলতি বছর বিশ্বব্যাপী হওয়া ভূমিকম্পের (earthquake) পরিসংখ্যানে রিখটার স্কেলে (richter scale) ৭ মাত্রার নটি কম্পনের মধ্যে এটি একটি, জানাচ্ছেন বিশেষজ্ঞরা। প্রাথমিকভাবে উত্তর ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ ওরেগনের উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা (Tsunami Alert) জারি করা হয়েছিল। স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে কম্পন অনুভূত হয় বলে জানা গেছে। এরপর বেশ কয়েকটি আফটার শকও হয়েছে।
