Thursday, November 13, 2025

অ্যাডিলেডে ব্যাকফুটে টিম ইন্ডিয়া, প্রথম দিনের শেষে অজিদের রান সংখ্যা ১ উইকেট হারিয়ে ৮৬

Date:

Share post:

অ্যাডিলেডে শুরুটা ভালো হল না ভারতের। পারথে টিম ইন্ডিয়ার দাপুটে ব্যাট থাকলেও, এদিন বর্ডার-গাভাস্কর ট্রফির দিন-রাতের টেস্টে প্রথম ইনিংসে ব্যর্থ যশস্বী জসওয়াল-বিরাট কোহলি-কে এল রাহুলরা। রান পেলেন না ব্যাটিং অর্ডারের ছ’নম্বরে নেমে ভারত অধিনায়ক রোহিত শর্মা। কিংবা চোট সারিয়ে ফেরা শুভমন গিল। প্রথম ইনিংসে এদিন টিম করে ১৮০ রান। অজিদের হয়ে দাপট মিচেল স্টার্কের। একাই নেন ৬ উইকেট। দিনের শেষে অস্ট্রেলিয়ার রান সংখ্যা প্রথম ইনিংসে ১ উইকেট হারিয়ে ৮৬। ভারত এগিয়ে ৯৪ রানে ।

ম্যাচে এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে ১৮০ রান করে টিম ইন্ডিয়া। এদিন অ্যাডিলেডে ফের ব্যাটিং ব্যর্থতায় দেখা যায় ভারতের। এদিন ব্যাট করতে নেমেই ধাক্কা খায় যশস্বী জসওয়াল-কে এল রাহুল। পারথে ব্যাট হাতে দাপট দেখালেও, এদিন ব্যর্থ দুই ওপেনার। শূন্য রানে আউট হন যশস্বী। আর এর কারণে লজ্জার নজির গড়লেণ ভারতের তরুণ ক্রিকেটার। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচে এই প্রথম কোনও ভারতীয় ব্যাটার প্রথম বলেই আউট হন। এদিকে ৩৭ রান করেন রাহুল। প্রথম টেস্টে চোটের কারণে না থাকলেও, দ্বিতীয় টেস্টে ফেরেন শুভমন গিল। তবে তিনিও ব্যর্থ। ৩১ রান করেন তিনি। ব্যর্থ পারথ টেস্টে শতরান করা বিরাট কোহলিও। ৭ রান করেন তিনি। ঋষভ পন্ত করেন ২১ রান। ভারত অধিনায়ক রোহিত শর্মা করেন ৩ রান। ভারতের হয়ে ব্যাট হাতে লড়াই চালান নীতিশ রেড্ডি। ৪২ রান করেন তিনি। ২২ রান করেন রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে দাপট মিচেল স্টার্কের। একাই নেন ৬ উইকেট। দুটি করে উইকেট নেন প্যাট কামিন্স এবং বলান্ড।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ধাক্কা খায় অজিরা। ১৩ রানে ফিরে যান উসমান খায়োজা। ১৩ রানে আউট হন তিনি। অস্ট্রেলিয়ার হয়ে ক্রিজে রয়েছেন লাবুশানে এবং নাথান ম্যাকসুইনি। ৩৮ রানে অপরাজিত ম্যাকসুইনি। লাবুশানে অপরাজিত ২০ রানে। ভারতের হয়ে একটি উইকেট যশপ্রীত বুমরাহর।

এদিকে দিনরাতের টেস্ট চলাকালীন অন্ধকারে ঢাকে অ্যাডিলেড। তৃতীয় সেশনের খেলার সময়ে আচমকাই মাঠের আলো নিভে যায়। মিনিটখানেকের মধ্যেই মাঠে ফের আলো জ্বলে ওঠে। কিছুক্ষণ পরে আবারও নিভে যায় মাঠের ফ্লাডলাইট। তবে পরে আবার ফিরে আসে লাইট।

আরও পড়ুন- দাপুটে ব্যাটিং বৈভবের, লঙ্কানদের হারিয়ে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত


spot_img

Related articles

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...